দিল্লি, ১৩ অক্টোবর: ইজরায়েলের (Israel) সঙ্গে হামাসের (Hamas) শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হল। হামাস মুক্ত করল ইজরায়েলের ৭ পণবন্দিকে। ইজরায়েলের সঙ্গে প্রথম শান্তি প্রক্রিয়ায় হামাস এই ৭ পণবন্দিকে মুক্ত করে। রেড ক্রসের সঙ্গে হাত মিলিয়ে হামাস এই ৭ পণবন্দিকে (Israeli Hostages) সামনে নিয়ে আসে। এরপর ৭ জনকে মুক্ত করা হয় পরপর। শান্তি চুক্তির প্রথম পর্যায়ে হামাস কাদের মুক্ত করেছে, সেই তালিকাও প্রকাশ করা হল।
আরও পড়ুন: Gaza: গাজা থেকে বন্দি মুক্তি প্রক্রিয়া শুরু, ইজরায়েল জুড়ে জনতার ভিড়
দেখুন শান্তি চুক্তির প্রথম ধাপে হামাস কাদের মুক্ত করল...
All 7 hostages are now in the hands of the Red Cross and will soon be on their way to meet the IDF, and then back to Israel to reunite with their families.
All of them are standing on their feet. pic.twitter.com/poqCRGqdzT
— Vivid.🇮🇱 (@VividProwess) October 13, 2025
২ বছর পর এভাবেই মুক্তি পেলেন ৭ ইজরায়েলি পণবন্দি। দেখুন রেড ক্রসের সঙ্গে বন্দুক উঁচিয়ে কীভাবে বন্ধ কারাগার থেকে পণবন্দিদের বের করে নিয়ে এল হামাস...
The Red Cross has teamed up with Hamas in the northern Gaza Strip ahead of the release of the first hostages:
The 7 hostages are walking on their feet!
Guy Gilboa Dalal is the 7th hostage handed over in the first phase now. pic.twitter.com/e1068rKYo7
— Ncole ✡︎ (@ncole_r) October 13, 2025
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইজরায়েলের সঙ্গে হামাসের শান্তি চুক্তি সম্পন্ন হয়। ইজরায়েলের সঙ্গে হামাসের শান্তি চুক্তি শুক্রবার থেকেই ফলপ্রসূ হওয়া শুরু করে। ওইদিন আরব মিডিয়ার তরফে ওই খবর জানানো হয়।
গাজ়ায় শান্তি চুক্তি প্রতিস্থাপিত হওয়ার ২ দিন পর ইজরায়েলি পণবন্দিদের মুক্ত করে হামাস। প্রথম পর্যায়ে ৭ জনকে ছাড়া হয়েছে। বাকি আর কতজন ইজরায়েলি হামাসের কবলে রয়েছেন, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস হামলা চালায় ইজরায়েলে। নির্মমভাবে হত্যা করা হয় ১৪০০ মানুষকে। নিধন যজ্ঞ চালানোর পর ২০০-র বেশি মানুষকে ধরে নিয়ে গাজ়ায় গা ঢাকা দেয় হামাস। সেই থেকে ওই বন্দিদের মুক্ত করার প্রচেষ্টা শুরু করে ইজরায়েল।
এর আগে বেশ কয়েকজনকে পণবন্দিকে হামাস মুক্ত করেছে। তবে সবাইকে ছাড়া হয়নি। এবার ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি প্রতিস্থাপিত হতেই ৭ জনকে মুক্ত করল প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাস।