Gaza Starvation (Photo Credit: X)

দিল্লি, ২৩ জুলাই: গাজ়া (Gaza) নিয়ে সতর্কতা জারি করল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন (Aid Groups)। গাজ়ায় গণ দুর্ভিক্ষ ছড়াচ্ছে বলে সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে। রিপোর্টে প্রকাশ, ১০০টিরও বেশি সংগঠন গাজ়া নিয়ে সতর্কতা জারি করেছে। গাজ়ায় যে কোনও মুহূর্তে গণ দুর্ভিক্ষের (Mass Starvation) প্রকোপ হু হু করে বেড়ে যেতে পারে বলে ১০০টির বেশি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

গত প্রায় ২ বছর ধরে গাজ়ায় হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। একের পর এক হামলার জেরে গাজ়া ভেঙে পড়তে শুরু করেছে। ফলে গাজ়া জুড়ে যেমন বাড়ি, ঘর ভেঙে পড়তে সুরু করেছে, তেমনি স্কুল, কলেজ সব চুরমার হয়ে যাচ্ছে। মানুষ যেমন খেতে পাচ্ছে না, তেমনি ওষুধপত্রের অভাবও চূড়ান্ত। গাজ়়ার মানুষের মুখে খাবার তুলে দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যকারী ট্রাকগুলি সেখানে ঢুকতে শুরু করেছে। এই সাহায্যকারী ট্রাকগুলির উপরও বোমা মারছে ইজরায়েল। যা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা ছড়াতে শুরু করেছে। এবার গাজায় গণ দুর্ভিক্ষের ইঙ্গিত দিতেও শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি।

আরও পড়ুন: Gaza: গাজায় ২৪ ঘন্টায় অনাহারে ১০ জনের মৃত্যু

রাষ্ট্রসংঘের তরফে জানানো হয়েছে, গাজ়ায় খাবার, ওষুধপত্র নিয়ে যে ট্রাকগুলি প্রবেশ রছে, সেগুলি থেকে খাবার নিতে গিয়ে ইজরায়েলের বোমার আঘাতে মৃত্য়ু হয়েছে ১০০০ মানুষের। তাঁদের অপরাধ, আশ্রয় শিবির থেকে বেরিয়ে ওই প্যালেস্তিনীয়রা খাবার নিতে যান ট্রাকের কাছে। আর তখনই ইজরায়েলের বোমা, গুলি তাঁদের উপর পড়তে শুরু করে। এই সংখ্যাটি গত মে মাস থেকে এখন পর্যন্ত। মে মাসেরআগের পরিসংখ্যান এই মুহূর্তে নেই বলেই জানা যাচ্ছে।

ফলে এই মুহূর্তে ইজরায়েল যদি সংঘর্ষ বন্ধ না করে, তাহলে গাজ়ার গণ দুর্ভিক্ষ কেউ রোধ করতে পারবে না বলেই মনে করছে রাষ্ট্রসংঘ-সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস (Hamas)। যার জেরে ১৪০০ মানুষকে নৃশংসভাবে হত্যার খবর মেলে। ১৪০০ মানুষকে হত্যার পাশাপাশি ২০০-র বেশি জনকে অপহরণ করা হয়। ৭ অক্টোবরের পরদিন থেকেই ইজরায়েল পালটা হামলা শুরু করে গাজ়ায়। হামাস জঙ্গিদের খুঁজে বের করতে এই অভিযান শুরু করে আইডিএফ। হামাস নিধনের নামে ইজরায়েল যে হামলা শুরু করে, তার জেরেই গাজ়ায় একের পর এক সাধারণ মানুষের মৃত্যুর খবর আসতে শুরু করে। যা নিয়ে তোলপাড় হয়ে যায় প্রায় গোটা বিশ্ব।