Israel Attacks Gaza Again (Photo Credit: X/Screengrab)

Israel-Gaza War: ফের শুরু হল ইজরায়েলের (Israel) সঙ্গে হামাসের সংঘর্ষ? ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শান্তি চুক্তির পরও ইজরায়েল কিংবা হামাস (Hamas), কেউ যে মার্কিন প্রেসিডেন্টের কথায় পাত্তা দিচ্ছেন না, তা ফের স্পষ্ট। মঙ্গলবার রাতভর গাজ়ায় হামলা চালায় ইজরায়েল। মঙ্গলবার রাতে ইজরায়েল যেভাবে গাজ়ার (Gaza) একাধিক জায়গায় হামলা চালায়, তার জেরে ১০৪ জন নিহত হয়েছেন বলে খবর। গাজ়ায় হামাস চালিত সরকারের স্বাস্থ্য দফতরের তরফে এই দাবি করা হয়েছে। যেখানে জানানো হয়, মঙ্গল রাতে ইজরায়েলি সেনার হামলায় ১০৪ জন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

অন্যদিকে ইজরায়েলের পালটা দাবি, মঙ্গল রাতে তারা গাজ়ার জঙ্গি আস্তানাগুলিতে হামলা চালিয়েছে। গাজ়ার যে সমস্ত জায়গায় হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে, তার খোঁজ পাওয়ার পরই সেই সমস্ত জায়গায় পরপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয় আইডিএফের তরফে।

দেখুন মঙ্গলবার রাতে গাজ়া শহরে ফের হামলা চালিয়ে সব ভেঙেচুরে দিল ইজরায়েল...

 

এসবের পাশাপাশি ইজরায়েলের আরও দাবি, হামাস প্রথমে হামলা চালিয়েছে। ট্রাম্পের শান্তি চুক্তি ভেঙে হামাস যেভাবে হামলা চালিয়ে ইজরায়েলি সেনা বাহিনীর উপর হামলা চালিয়ে জওয়ানদের মেরেছে, তারপরই তারা পালটা হানাদারি চালিয়েছে।

ইজরােলের সঙ্গে হামাসের নতুন করে সংঘর্ষের খবরে মুখ খোলা হয় মার্কিন প্রশাসনের তরফেও। ইজরায়েলি সেনার উপর হামলা হলে, তার প্রতিরোধ করে পালটা হানাদারি চালানোর অধিকার বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের রয়েছে বলে জানানো হয় ওয়াশিংটনের তরফে।

যদিও মঙ্গলবার রাতে ইজরায়েল উত্তর গাজ়ায় যে হামলা চালিয়েছে,তার জেরে স্কুল, কলেজ, বাড়ি, ঘর সব ভেঙে পড়েছে। খান ইউনিস শহরের বেইট এবং লাহিয়ায় হামলা চালিয়ে ইজরায়েল পরপর ১০৪ জনকে হত্যা করেছে বলে খবর।

গাজ়ার মানুষের কথায়, মঙ্গল রাতে একাধিক  জনবসতি এলাকায় হামলা চালায় ইজরায়েল। আকাশপথে ইজরায়েল যে হামলা চালায়,তার জেরে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে তা আকাশে উড়তে শুরু করে। মানুষ ভয়ে চিৎকার শুরু করেন। তার মাঝেই ইজরায়েল বোমা ফেল ৪৬ শিশুকে হত্যা করে। সেই সঙ্গে ২০ জন মহিলারও মৃত্যু হয়েছে। আহত ২৫০ জনের বেশি।