Israel Prime Minister Benjamin Netanyahu (Photo Credits: ANI)

যতক্ষন পর্যন্ত না পণবন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে  ততক্ষন পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ করা হবে না। গাজায় স্থল ও আকাশপথে বিমান হামলা উপলক্ষ্যে এমনটাই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

৭ অক্টোবর হামলার পর গাজাতে অপহরন করে নিয়ে যাওয়া হয় বেশ কিছু ইজরায়েলের নাগরিককে। তারই পাল্টা হিসেবে গাজাতে একনাগাড়ে বোমাবর্ষণ চালায় ইজরায়েলের আইডিএফ বাহিনী।

এদিকে একনাগাড়ে বোমাবর্ষনের ঘটনায় ত্রাণ সামগ্রী পৌছানোর ক্ষেত্রে সমস্য়া দাঁড়িয়েছে। জর্ডনের (Jordan) পক্ষ থেকে বেশ কিছু ওযুধ গাজায় হাসপাতালে এয়ারড্রপ করা হয়েছে।

আমেরিকা যুদ্ধবিরতির থা বললেও তা মানতে নারাজ ইজরায়েল। লাগাতার গণহত্যার জেরে বিশ্বে ক্রমশই কোনঠাসা হয়ে পড়েছে ইজরায়েল। রাষ্ট্রদূতদের ফিরিয়ে ওকের পর এক ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারী দিয়েছে ইরান। যুদ্ধ এখন বন্ধ হয় না আঞ্চলিক ভাবে আরও বৃদ্ধি পাবে তা ইজরায়েলের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।