
দিল্লি, ১৮ মার্চ: যুদ্ধ বিরতির মাঝে এবার তা ফের লঙ্ঘন করল ইজরায়েল (Israel)। গাজায় (Gaza) যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইজরায়েল নতুন করে হামলা চালায় বলে খবর। যার জেরে ২০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ফলে ফের নতুন করে ইজরায়েলের সঙ্গে হামাসের দ্বন্দ্ব শুরু হচ্ছে বলে আশঙ্কা। ইজরায়েল যেভাবে গাজায় হঠাৎ করে হামলা চালায়, তার জেরে একের পর এক নীরিহ মানুষের প্রাণ যেতে শুরু করে। ফলে প্যালেস্তিনীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে বলে দাবি ক রা হয় হামাসের তরফে।
সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ইজরায়েলের এই হামলার জেরে হামাসের এক শীর্ষ স্থানীয় নেতার মৃত্যু হয়েছে। মাহমুদ আবু ওয়াটফা নামে হামাসের শীর্ষ আধিকারিক নিহত হয়েছে ইজরায়েলি হামলায়।
দেখুন কীভাবে রাতের অন্ধকারে চলে হামলা...
Israel restarted the war on Gaza #USA #BBC pic.twitter.com/8QMenOWJ5E
— Kh. AlMulaa (@Shather66) March 18, 2025
ইজরায়েলের একটানা হামলা
সেই সঙ্গে গাজায় নতুন করে নির্মমভাবে আকাশ পথে যে হামলা চালানো হয়েছে, তার জেরে যে ২০০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে বহু বাচ্চা রয়েছে। মহিলাদেরও মৃত্যুর খবর মেলে। সেই সঙ্গে ঠিক কতজন যে আহত আইডিএফের আকাশ পথে হামলার জেরে, তার পরিসংখ্যান এখনও স্পষ্টভাবে মেলেনি। গোটা গাজা ভূখণ্ড ধরে ইজরায়েল আকাশ পথে এই হামলা চালায় বলে খবর।
এদিকে ইজরায়েলের পালটা দাবি, আইডিএফ যে হামলা চালিয়েছে, তা বেছে বেছে। যে সমস্ত জায়গায় হামাস জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই খোঁজ চালিয়েই তাদের গোপণ ডেরায় হামলা চালানো হয়েছে বলে নেতানিয়াহু বাহিনীর দাবি।
এদিকে হঠাৎ করে গাজায় ইজরায়েলের নতুন করে হামলার জেরে হোয়াইট হাউস তড়িঘড়ি বৈঠকে বসে। কী কারণে এই হামলা, সে বিষয়ে হোয়াইট হাউসের তরফে জোরদার আলোচনা শু রু করা হয়েছে ইজরায়েলের সঙ্গে বলে খবর।
হঠাৎ হামলায় হামাসের সিদ্ধান্ত
ইজরায়েল যুদ্ধ বিরতি ভেঙে নতুন করে হামলা চালানোয় হামাসের সেনা শক্তি আরও বাড়ানো হচ্ছে বলে খবর। অর্থাৎ আইডিএফ আঘাত করলে, হামাস তার প্রত্যাঘ্যাত করবে বলেই স্পষ্ট জানানো হয়েছে।