দিল্লি, ৭ অগাস্ট: গাজ়ায় মহামারি (Gaza Starvation) শুরু হয়েছে। না খেতে পেয়ে মরছে মানুষ। গাজ়ায় (Gaza) যে ধরনের দুর্বিসহ খাদ্যাভাব শুরু হয়েছে, তা থেকে মানুষ কীভাবে বাঁচবে, তা নিয়ে বার বার আশঙ্কা প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ (UN)। ফলে ইজরায়েল (Israel) যাতে গাজ়ায় যুদ্ধ বন্ধ করে, সে বিষয়েও একাধিকবার আবেদন করা হয়েছে। তবে রাষ্ট্রসংঘের সমস্ত আবেদন উড়িয়ে দিয়ে ইজরায়েল ক্রমাগত বোমা ফেলছে গাজ়ার বিভিন্ন জায়গায়। সম্প্রতি সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করা হয় গাজ়ায়। তারপরই দেখা যায়, গাজ়ায় বিমান থেকে খাবার ফেলা হচ্ছে আরব দেশগুলির তরফে। এসবের মাঝে এবার একটি চমকে ওঠা ছবি সামনে এল।
যে ছবিতে দেখা যাচ্ছে, এক কিশোরী তার মায়ের কোলে রয়েছে। যে ছবিটি গাজ়ার কি না, তা নিয়ে প্রশ্ন করা হয় গ্রোককে। এলন মাস্কের সংস্থা এক্সের গ্রোককে (Grok) জিজ্ঞাসা করা হয়, এই ছবিটি গাজ়ার কিনা। যা শুনে গ্রোক উত্তর দেয়, এই ছবিটি ইয়েমেনের। মাস্কের সংস্থার যে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স রয়েছে, সেখান থেকে জানানো হয়, ওই কিশোরী মেয়েটি ইয়েমেনের।
গত ৭ বছর আগে ওই ছবিটিকে ইয়েমনে (Yemen) থেকে তোলা হয় বলে জানায় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স গ্রোক। যা শুনে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। প্যালেস্তাইনের সাংসদ অভিযোগ করেন, গাজ়া নিয়ে ভুল তথ্য দিচ্ছেন মাস্কের সংস্থার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের চ্যাটবট। ওই ছবিটি ইয়েমেনের নয় গাজ়ার বলে দাবি করেন তিনি।
দেখুন যে ছবি নিয়ে শুরু হয়েছে বিতর্ক...
Grok, is that Gaza?
This photo by AFP's Omar al-Qattaa shows a skeletal girl in Gaza on August 2, 2025. But Elon Musk's Grok AI chatbot says the image was taken in Yemen nearly seven years agohttps://t.co/hHeKx34qpb pic.twitter.com/QWrwjFIUca
— AFP News Agency (@AFP) August 7, 2025
শুধু তাই নয়, ইজরায়েল এবং হামাসের (Hamas) যুদ্ধ নিয়ে গ্রোকের তরফে ভুল খবর ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন প্যালেস্তাইনের সাংসদ।
প্রসঙ্গত ২০১৮ সালের অক্টোবরে ইয়ামেন থেকে ওই কিশোরীর ছবি তোলা হয় বলে জানায় গ্রোক। তবে ওই ছবিটি ২ অগাস্ট গাজ়ায় তোলা। মারিয়ম দাওয়াস নামে ওই কিশোরীর ওজন মাত্র ৯ কিলোগ্রাম। না খেয়ে কার্যত হাড়গিলে অবস্থায় পৌঁছে যাচ্ছে গাজ়ার শিশুরা। যা নিয়ে ফের উষ্মা প্রকাশ করা হয় প্যালেস্তাইনের তরফে।