যদ্ধবিধ্বস্ত গাজায় জরুরী সাহায্য পাঠানোর ক্ষেত্রে উদ্যোগ নিল ইজিপ্ট। খাবার ও জরুরী উপকরন সহ ১৯০ টি ট্রাক পাঠানো শুরু হয়েছে গাজায়।প্রায় ২৫০০ টন মাল নিয়ে গাজার মধ্যে সাধারণ মানুষের কাছে পৌছে যাবে এই ট্রাকগুলি। ইজিপ্টের রাফা বর্ডারের মাধ্যমে পাঠানো হবে এই উপকরনগুলি।
যুদ্ধের প্রথম দিকে সাহায্য পাঠানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকলেও এই মূহূর্তে তা পাঠানো সম্ভব হচ্ছে। জরুরী উপকরনের পাশাপাশি হাসপাতালগুলিতে তেলের ক্ষেত্রে ছাড় দিয়েছে ইজরায়েলের সেনা।তবে সাধারণ মানুষের জন্য সাহায্যের উপকরন পৌছলেও যুদ্ধ চলছে সমান গতিতে। দুপক্ষের কেউ পিছু হটতে নারাজ। তবে হামাসের মতই যুদ্ধে জড়িয়ে পড়েছে হেজবোল্লাও। লেবানন সীমান্তে ইতিমধ্যেই দুপক্ষের গোলাগুলি শুরু হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে যুদ্ধে যে বড় আকার নিতে পারে সে বিষয়ে কোন সন্দেহ নেই।
#Egypt has sent a convoy of more than 190 aid-laden trucks to the war-torn Palestinian enclave of Gaza Strip.
The convoy, carrying 2,500 ton of aid package provided by #Egypt's Tahya Misr Fund, would enter Gaza through the #Rafah border crossing.
At the launching ceremony held… pic.twitter.com/EI4ibNI4EC
— IANS (@ians_india) November 19, 2023