Journalist Death (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১১ অগাস্ট: আল জাজিরার (Al Jazeera) ৫ সাংবাদিক নিহত হলেন। ইজরায়েলের হামলায় আল জাজিরার পরপর ৫ সাংবাদিকের (Journalist Death) নিহত হওয়ার খবর মিলছে। যার মধ্যে রয়েছ আনাস-আল শরিফের নাম। যিনি আল জাজিরার একজন প্রসিদ্ধ সাংবাদিক হিসেবে খ্যাত ছিলেন। এবার সেই আনাস-আল শরিফও নিহত হলেন আইডিএফের হামলায়।

রবিবার গাজ়ায় সাংবাদিকদের তাবু লক্ষ্য করে হামলা চালায় ইজরায়েল। সাংবাদিকদের তাবু লক্ষ্য করে যে হামলা চলে, তাতেই পরপর ৫ জন সাংবাদিকের মৃত্যু হয় বলে খবর। যদিও ইজরায়েলি (Israel) সেনার দাবি, আনাস-আল শরিফ হামাসের একজন সদস্য ছিল। যে হামাসের সদস্যের রূপ নিয়ে সাংবাদিকতার ভেক ধরে থাকত। সেই কারণেই আনাস-আল শরিফকে খতম করা হয়েছে বলে দাবি ইজরায়েলি সেনার (IDF)।

পরপর ৫ সাংবাদিকের মৃত্যুর খবরে ইজরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা করা হয় আল জাজিরার তরফে। সংবাদ সংগ্রহকারীদের উপর জেনে বুঝে নেতানিয়াহু (Benjamin Netanyahu) সরকার হামলা চালাচ্ছে বলে অভিযোগ করা হয় আল জাজিরার তরফে।

যে ৫ সাংবাদিকের প্রাণ কেড়ে নিয়েছে আইডিএফের (IDF)  হামলা, তাঁদের নাম প্রকাশ করা হয়েছে আল জাজিরার তরফে। তালিকা অনুযায়ী, ইজরায়েলের হামলায় নিহত হন আনাস-আল শরিফ, মহম্মদ কেরিয়ে, ইব্রাহিম জাহের, মহম্মদ নাউফল এবং মোয়ামেন আলিওয়া।

দেখুন মৃত্যুর আগে ইজরায়েলি হামলার ছবি তুলে ধরেন আল জাজিরার সাংবাদিক...

 

গত ২ বছর আগে গাজ়ায় হামলা শুরু করে ইজরায়েল। যার জেরে এখনও পর্যন্ত কমপক্ষে ২০০ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, আল শিফা হাসপাতালের মেডিকেল কমপ্লেক্সের বিপরীতে ছিল এই সাংবাদিকদের তাবু। আর সেখানেই হামাল চালানো হয় ইজরায়েলি বাহিনীর তরফে। ইচ্ছে করেই সাংবাদিকদের তাবু লক্ষ্য করে এই হামলা চলে বলে তীব্র ধিক্কার জানানো হয় আল জাজিরার তরফে।