ইজরায়েলের (Israel) বিমান হামলায় ফের প্রাণ গেল ৩৩ জনের। মঙ্গলবার ফের নতুন করে গাজায় আকাশ পথে হানাদারি শুরু করে ইজরায়েল। তার জেরে ৩৩ জনের মৃত্যু হয় বলে খবর। গাজায় (Gaza) যখন ৩৩ জনের প্রাণ যায় বিমান হামলায়, সেই সময় ইজরায়েলের তরফে পালটা দাবি করা হয়। আইডিএফের দাবি, লেবাননের (Lebanon) দিক থেকে উত্তর ইজরায়েলে যেভাবে ৬টি রকেট ছোঁড়া হয়, তার জেরে ২ সেনা কর্মী আহত হন। ফলে ইজরায়েল এবং হামাসের (Hamas) দ্বন্দ্বে ক্রমাগত মৃত এবং আহতের সংখ্যা বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন: Israel-Hamas War: যুদ্ধ বিরতির মেয়াদ শেষ, গাজায় ফের হামলা ইজরায়েলের
এদিকে ইজরায়েল এবং হামাস যাতে যুদ্ধ বিরতি করে এবং গাজার মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছে যায়, সে বিষয়ে আন্তর্জাতিক মহলের তরফে বারংবার চেষ্টা চালানো হচ্ছে। যুদ্ধ বিরতির জন্য মার্কিন প্রতিরক্ষা সচিবও ইতিমধ্যেই তেল আভিভে বসে ইজরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানে যুদ্ধ বিরতির বিষয়টি আরও স্পষ্টভাবে উঠে আসে।