Photo: (ANI)

তেল আভিভ, ৩১ ডিসেম্বর: করোনার পর এবার 'ফ্লোরোনা' (Florona)। এর রোগের প্রথম সংক্রমণ ধরা পড়েছে ইজরায়েলে (Israel)। করোনাভাইরাস (Coronavirus) এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের (Influenza Virus) মিলিত দ্বিগুণ সংক্রমণকে (Double Infection) ফ্লোরোনা বলা হচ্ছে। ইজরায়েলের একটি সংবাদপত্রটি জানিয়েছে যে এই সপ্তাহে রাবিন মেডিকেল সেন্টারে এক মহিলার শরীরে ডবল সংক্রমণ ধরা পড়েছে। তিনি সন্তান প্রসব করাতে হাসপাতালে এসেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলা কোনও টিকা নেননি। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন। তবে, ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রক সংক্রমণের বিষয়টি খতিয়ে দেখছে।

দু'টি ভাইরাসের সংমিশ্রণে আরও গুরুতর অসুস্থতা দেখা যাবে কি না তা এখনও জানা যায়নি। স্বাস্থ্য আধিকারিকরা অনুমান করেছেন যে অন্যান্য রোগীদের মধ্যে 'ফ্লোরোনা'-র সংক্রমণ থাকতে পারে, যা এখনও জানা যায়নি। আরও পড়ুন: Chicago Woman Tests Positive for COVID-19 In Mid Flight : মাঝ আকাশে কোভিড সংক্রমণ, বিমানের শৌচালয়ে নিভৃতবাস মার্কিন তরুণীর

ইতিমধ্যেই, বিশ্বের প্রথম দেশ হিসেবে ইজরায়েল ঝুঁকিপূর্ণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এমন ব্যক্তিদের কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রকের ডিরেক্টর জেনারেল নাচম্যান অ্যাশ আজ এই ঘোষণা করেছেন। ওমিক্রন সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।