Israel Attacks Syria (Photo Credit: X)

দিল্লি, ৯ সেপটেম্বর: এবার সিরিয়ায় (Syria) হামলা চালাল ইজরায়েল (Israel)। রবিবার রাতে মধ্য সিরিয়ায় আকাশ পথে হামলা চালায় ইজরায়েল। মধ্য সিরিয়ায় যে সমস্ত গবেষণাগার এবং অস্ত্র মজুদ করার জায়গা রয়েছে, সেখানে হামলা চালানো হয় আইডিএফের (IDF) তরফে। আকাশ পথে সিরিয়ায় পরপর হামলার জেরে আতঙ্ক ছড়ায়।

রবিবার রাতে মধ্য সিরিয়ার ওয়েস্টার্ন হামা প্রদেশে সবচেয়ে হামলা চলে ইজরায়েলের বিমান বাহিনীর তরফে। হামা প্রদেশে যে সমস্ত অস্ত্রাগার রয়েছে, বেছে বেছে সেই সমস্ত জায়গাতেই চলে হামলা। ফলে দাউ দাউ করে বহু এলাকা জ্বলতে শুরু করেছে বলে সংবাদ সংস্থা জিনহুয়ার তরফ এই খবর প্রকাশ করা হয়।

যদিও ইজরায়েলের তরফে যে মিসাইলগুলি ছোঁড়া হয়, তার বেশ কয়েকটকে মাঝ পথেই সিরিয়ান সেনা ধ্বংস করে পালটা দাবি করা হয় দামাস্কাসের তরফে। রবিবার মাঝ রাতের হামলার জেরে ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট ধারনা মেলেনি।

মাঝ রাতে মধ্য সিরিয়ায় হামলা চালায় ইজরায়েলি সেনা। দেখুন সেই ভিডিয়ো...

 

লেবাননের হেজবুল্লা জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে ইজরায়েলে হামলা শুরু করেছে সিরিয়া। এমনই অভিযোগ এবার সিরিয়ায় হামলা শুরু করা হয় ইজরায়েলি সেনার তরফে।