Rocket Attack on Kabul Airport: কাবুল বিমানবন্দরে রকেট হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট
রকেট হামলা

কাবুল, ৩০ অগাস্ট: সোমবার কাবুল বিমানবন্দরে (Kabul airport) রকেট হামলার (Rocket Attack) দায় স্বীকার করল ইসলামিক স্টেট (Islamic State)। নাসের নিউজ নামে তাদের একটি টেলিগ্রাম চ্যানেলে এই দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠীটি। বলা হয়েছে, "সর্বশক্তিমান আল্লাহর কৃপায়, খিলাফতের সেনারা কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরকে কাত্যুশা ৬টি রকেট দিয়ে টার্গেট করেছিল।" মার্কিন সেনা জানিয়েছে, সোমবার ভোরে কাবুল বিমানবন্দর লক্ষ্য করে ৫টি রকেট ছোড়া হয়। যদিও সেই রকেট আকাশেই ধ্বংস করে দেয় মার্কিন এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, বিমানবন্দর লাগোয়া ল্যাব জার খাইরখানা চৌরাস্তা খোরশিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে একটি গাড়ি থেকে রকেটগুলি ছোড়া হয়। আরও পড়ুন: US Airstrike Hits Suicide Bomber: কাবুল বিমানবন্দর ওড়ানোর ছক করা মানববোমাকে গুলি করে খতম মার্কিন বায়ুসেনার

রকেট হানার পরেও কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে৷ এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান ও চিফ স্টাফ রন ক্লেইন ইতিমধ্যে কাবুলের রকেট হানা সম্পর্কিত তথ্য প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়েছেন৷ প্রেসিডেন্টের নির্দেশ মতোই হামিদ কারজাই বিমানবন্দরে উদ্ধারকাজ চলছে৷ সেখানে মার্কিনসেনাকে যে কোনও উপায়ে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে দ্বিগুণ শক্তি দিয়ে কাজ শুরু করেছেন সেনারা৷