বাগদাদ, ২০ জানুয়ারি: আইসিস জঙ্গিদের নিয়ে গোটা বিশ্ব যেন অনিশ্চয়তার মধ্যে। ঠিক তেমনই আইসিস নেতাদের এক একজন এক এক পদের। কাকে ছেড়ে যে কার কথা বলবেন, মাঝেমধ্যে বুঝেই উঠতে পারবেন না। দিন দুয়েক আগে ইরাকের সোয়াট বাহিনী মসুল থেকে এক আইসিস নেতাকে গ্রেপ্তার করেছে। ওই নেতার প্রকৃত নাম আবু আবদুল বারি (Abu Abdul Bari), তবে তিনি ‘জব্বা দ্য জিহাদি’ নামেই পরিচিত। ওবেসিটিতে আক্রান্ত এই ধর্মীয় নেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরাকি সেনার বিরুদ্ধে উসকানি মূলক বক্তৃতা দিয়েছেন। গত বৃহস্পতিবার ওই আইসিস নেতাকে গ্রেপ্তার করলেও, তাকে পুলিশের গাড়িতে তুলে থানায় আনতে বিষম বেগ পেতে হল ইরাকি সেনাকে।
২৫০ কেজি ওজনে আবু আবদুল বারি গ্রেপ্তারির পর থানায় এলেন ট্রাকে চড়ে। সোয়াট বাহিনীকে রীতিমতো ট্রাক ভাড়া করে ওই জঙ্গি নেতাকে তাতে শুইয়ে থানায় আনা হল। ‘জব্বা দ্য জিহাদি’-র বিরুদ্ধে অভিযোগ, শুধু সেনার বিরুদ্ধে উসকানি মূলক প্রচারই নয়, সেই সঙ্গে বিনা কারণে মুসলিম সমাজের একাংশকে খুন করারও ফতোয়া দিয়েছেন তিনি। কেননা তারা নাকি আইসিসকে ঠিকমতো সমর্থন বা সম্মান করেনি। আরও পড়ুন-Yemen: ইয়েমেনের সেনা প্রশিক্ষণ ক্যাম্পে জঙ্গি হামলা, মৃত ৬০
Iraq: The arrest of the mule, the Mufti of “Daesh” terrorist, “Shifa Al-Neama”, called Abu Abdul-Bari, by the Swat Regiment of the Nineveh Police Command in the Al-Mansour neighborhood on the right side of the city of Mosul. pic.twitter.com/xUWkiaHxLk
— Y.N.M.S (@ynms79797979) January 16, 2020
শিফা আল নিমা নামেও পরিচিত এই জঙ্গি নেতা কীভাবে আত্মগোপন করে থাকতেন তা নিয়ে বিষ্মিত সকলে।