গাজায় আল শিফা (AlShifa) হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে হামলার ঘটনার কথা স্বীকার করে নিল ইজরায়েল(Israel)। হামলার জেরে বেশ কয়েকজনের প্রাণ হারানোর খবর মিলেছে।
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রকের (Defence Ministry) পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই হামলা করা হয়েছিল কেননা অ্যাম্বুলেন্সের মধ্যে হামাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল।
উল্লেখ্য এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জনের এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন মানুষ। বিস্ফোরনের ছবি ধরা পড়ছে ক্যামেরায়। ঘটনার হামাস বাহিনীর বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রক।
গাজায় (Gaza) প্যালেস্তানীয় স্বাস্থ্য মন্ত্রকের মুখপত্র জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে জড়িত ইজরায়েল। যদি আল কিদরা নামের এক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সের একটি দল বেরনোর কথা রেড ক্রসকে আগেই জানিয়ে রেখেছিল তারা। এই কনভয়টি রাফা ক্রসিংয়ের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। আল শিফা হাসপাতালকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে হামাস, এমনটাই দাবি জানাচ্ছেন ইজরায়েলের সেনারা।
আল শিফা হাসপাতালে ডাক্তাররা জানাচ্ছেন যে সমস্ত শিশুরা এখানে চিকিৎসার জন্য আসছে তাদের অনেকেরই দেহ জ্বলে গেছে, কারোর অঙ্গপ্রত্যঙ্গ নেই, এবং আরও ভয়বাহ দুর্ঘটনা ঘটেছে অনেকের সঙ্গে।
জ্বালানী কম থাকার কারণে ব্যহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা পরিষেবা। এছাড় রোগীর অনুপাতে হাসপাতালে ওযুধের পরিমানও কমছে বলে জানা গেছে।
Israel admits airstrike on ambulance in Gaza claiming its use by Hamas
Read @ANI Story | https://t.co/TJxuRfJdHN#Israel #Gaza #Ambulance pic.twitter.com/tbyLmLVWN5
— ANI Digital (@ani_digital) November 4, 2023