Donald Trump (ছবিঃX)

Donald Trump OTT App: মার্কিন প্রেসিডেন্টের গদি ফেরত পেয়ে একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে শুধু নিজের দেশ নয়, গোটা বিশ্বকেই নড়িয়ে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। মার্কিন প্রেসিডেন্টের কত ক্ষমতা তা দেখাতে মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর নিজের ব্যক্তিগত ব্যবসাও ফুলে ফেঁপে উঠছে ট্রাম্পের। গোটা বিশ্বে ট্রাম্পের রিয়েল এস্টেট সহ নানা কোম্পানির মুনাফা এক লাফে বেড়ে গিয়েছে। আর এবার ট্রাম্প নামছেন নতুন ব্যবসায়। মার্কিন মুলুকের মূলধারার টিভি নিউজগুলিকে টেক্কা দিতে এবার মার্কিন প্রেসিডেন্ট আনছেন নিজস্ব নিউজ ওটিটি প্ল্যাটফর্ম।

ট্রুথ সোশ্যালের পর ট্রুথ প্লাস

ট্রুথ সোশ্যালের পর ট্রাম্প মিডিয়া এবার লঞ্চ করল টিভি স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'ট্রুথ প্লাস' (Truth+)। অ্যান্ড্রয়েড, আইওএস, রোকুর মাধ্যমে গোটা বিশ্বে মিলবে ট্রাম্পের এই ওটিটি প্ল্যাটফর্ম। 'নিউজম্যাক্স চ্যানেল'-এর মাধ্যমে ট্রাম্পের Truth+ OTT মূলত রাজনৈতিক খবর-বিশ্লেষণ, আলোচনা, বিতর্ক, সাক্ষাতকার, তথ্যচিত্রই দেখাবে। আপাতত সিনেমা, ওয়েব সিরিজ বা বিনোদনমূলক কোনও অনুষ্ঠান ট্রাম্পের ওটিটি-তে থাকবে না। মূলত সিএনএন, ওয়াশিংটন জার্নাল, নিউ ইয়র্ক টাইমস-দের মত প্রথম সারির সংবাদমাধ্যমের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষের বক্তব্য তুলে ধরতেই এই ওটিটি লঞ্চ করা হল।

ট্রাম্পের নয়া নিউজ ওটিটি

২০২২ সালে ট্রাম্প ট্রুথ সোশ্যাল খুলেছিলেন

প্রসঙ্গত, ২০২০ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভুয়ো পোস্টের অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল টুইটার। এরপর ২০২২ সালে নিজের বক্তব্য সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য ট্রাম্প আনেন তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'। ইলন মাস্ক টুইটার কিনে প্ল্য়াটফর্মের নাম 'এক্স' রেখে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা তুলে ছিলেন। কিন্তু তারপরেও ট্রাম্প যে কোনও বড় ঘোষণা সবার আগে তাঁর প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্য়াল'-ই করেন। ট্রুথ সোশ্যালের ঢঙে ট্রুথ+তাঁর ভক্তদের জন্যই করলেন মার্কিন প্রেসিডেন্ট।