Dawood Ibrahim: দাউদ জীবিত না মৃত? জানাল ছোটা শাকিল
Dawood Ibrahim (Photo Credit: File Photo)

দিল্লি, ১৯ ডিসেম্বর: দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) কি বেঁচে না মৃত? সোমবার দিনভর এমন জল্পনা জোর কদমে শুরু হয়। দাউদ জীবিত না মৃত, এই প্রশ্নে যখন তোলপাড় শুরু হয়, সেই সময় তার জবাব দিয়ে পালটা দাবি করল আন্ডার ওয়ার্ল্ড ডনের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল। দাউদের ঘনিষ্ঠ সহযোগীর দাবি, তার বস দিব্য রয়েছে। দাউদের শারীরিক অবস্থা নিয়ে যে খব ছড়ায়, তা ঠিক নয় বলে দাবি ছোটা শাকিলের। এমনকী, দাউদকে পাকিস্তানের (Pakistan) গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এক 'রত্ন' বলেও দাবি করে ছোটা শাকিল। শুধু তাই নয়, পাকিস্তানের যে সাংবাদিকরা দাউদের মৃত্যু নিয়ে খবর ছড়াচ্ছে, তাঁরা এসে তার বসের সঙ্গে সাক্ষাৎ করে যান বলেও দাবি করে ছোটা শাকিল। তাই আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা দাউদের স্বাস্থ্য নিয়ে কোনও সমস্যা নেই বলেও ছোটা শাকিলের তরফে দাবি করা হয়।

আরও পড়ুন: Dawood Ibrahim: জন্মদিনে বিলাসবহুল পার্টির আয়োজনের মাঝেই দাউদকে বিষ প্রয়োগ পাকিস্তানে

প্রসঙ্গত ভারতের পাশাপাশি আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের উপর কড়া নজর রয়েছে আমেরিকারও। দাউদের শরীর স্বাস্থ্য নিয়ে যখন গুঞ্জন ছড়ায়, সেই সময় জাভেদ মিয়াঁদাদের নিরাপত্তাও বাড়ানো হয়। জাভেদ মিয়াঁদাদ দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ বলেই তাঁর নিরাপত্তার বহর বাড়ানো হয় বলে খবর।