বেশ কয়েকটি বিস্ফোরনে কেঁপে উঠল ইরাকের ইরবিল শহর। সেখানকার মার্কিন দূতাবাসের কাছে বেশ কয়েকটি বিস্ফোরনের শব্দ শোনা যায় বলে জানা যাচ্ছে। বিস্ফোরনের দায় স্বীকার করেছে ইরানের রেভোলিউশনারী গার্ড (IRG)।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা সেখানে অবস্থিত গুপ্তচরদের প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে এবং ইরান বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত এলাকাগুলিতে হামলা চালানো হয়েছে ব্যালেস্টিক মিসাইলের মাধ্যমে।
বিস্ফোরনের ঘটনায় নিহত হয়েছে ৪ জন। ইরাকের নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে যে বিস্ফোরণস্থলে কোন সংযুক্ত বাহিনী বা আমেরিকার কোন সেনা ছিল না।
সূত্র থেকে জানা গেছে ইরাকের সংযুক্তবাহিনীর তরফে ইরবিলে এয়ারপোরটের কাছে ৩ টি ড্রোন গুলি করে নামানো হয়। মার্কিন দূতাবাসের কাছে প্রায় ৮ টি স্থানে এই বিস্ফোরনের ঘটানো হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধীতা পুরনো নয়, তবে সাম্প্রতিক ইজরায়েল হামাসের সঙ্গে যুদ্ধের কারণে সেই তিক্ততা আরও বেড়েছে। সেই কারণে ইরাকের মাটি ব্যবহার করে যাতে ইরানের ওপর নজরদারী না চালাতে পারে আমেরিকা সেই উদ্দেশ্যেই এই হামলা বলে মনে করা হচ্ছে।
Several explosions reported near US Consulate in Iraq's Erbil
Read @ANI Story | https://t.co/Sfqald8Bqm#US #Erbil #explosion #Iraq pic.twitter.com/cSaFpsUEII
— ANI Digital (@ani_digital) January 15, 2024