তেহরান, ২ নভেম্বর: হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান (Iran)। মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর থেকে ইরান জুড়ে জোর বিক্ষোভ শুরু হয়েছে। মাহশার মৃত্যুর পর হিজাব বিরোধী বিক্ষোভে ইরান যখন উত্তাল, সেই সময় প্রশাসনের তরফে বিক্ষোভ দমনের বহু চেষ্টা করা হয়। তবে বিক্ষোভ দমনের চেষ্টা করলেও তা যে শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি, তা সাম্প্রতিক ভিডিয়ো থেকে স্পষ্ট। ইরানে হিজাব বিরোধী আন্দোলন যখন চলছে, সেই সময় সেখানকার ধর্মীয় গুরুদের মাথা থেকে পাগড়ি নামিয়ে দিতে শুরু করেছেন বহু মানুষ। তেহরানের রাস্তায় এমনই বেশ কিছু ছবি এবং ভিডিয়ো চোখে পড়তে থাকে। যেখানে রাস্তা দিয়ে ধর্মীয় গুরুরা গেলে, তাঁদের মাথা থেকে পাগড়ি খুলে দিতে শুরু করেন বেশ কিছু মানুষ। ধর্মীয় গুরুদের দেখলে, চুপিসাড়ে তাঁদের পিছু নিয়ে মাথা থেকে টান দিয়ে পাগড়ি খুলে দিচ্ছেন ইরানের বহু মানুষ। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
هشدار؛ تلخ و آزاردهنده؛ ویدئو را شهروندی از نازیآباد تهران برایم فرستاده که اوج توحش و بیرحمی حکومت در سرکوب مردم را نشان میدهد. ضرب و شتم گروهی یک معترض در نازی آباد تهران و سپس در حالی که پیکر او با جراحت بر زمین افتاده، شلیک از فاصله چند سانتی متری. #مهسا_امینی pic.twitter.com/IYG8oVCbvJ
— Masih Alinejad (@AlinejadMasih) November 1, 2022
সম্প্রতি আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে ইরানের এক ধর্মীয় গুরু বাসস্টপে দাঁড়ালে, রাস্তা দিয়ে যাওয়া এক ব্যক্তি টান দিয়ে ওই ব্যক্তির মাথা থেকে পাগড়ি খুলে নেন। ইরানে বার বার এমন ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকে তা ভাইরাল হতে শুরু করে।
JEU. Un nombre grandissant de jeunes en #Iran s’amusent à faire tomber les turbans de mollahs en guise de protestation, comme ici, dans la ville sainte de Machhad, dans le nord-est du pays. #MahsaAmini pic.twitter.com/jjg5nkgVHd
— Armin Arefi (@arminarefi) October 28, 2022
মাহশা আমিনির মৃত্যুর পর থেকে যখন হিজাব বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, তা নিয়ে গোটা বিশ্ব জুড়ে জোর চর্চা শুরু হয়ে যায়।