
তেল আভিভ, ১৪ জুনঃ হামলার জবাবে পালটা হামলা। ইজরায়েলের তেল আভিভ (Tel Aviv) লক্ষ্য করে ইরান ছুড়তে শুরু করল একের পর এক মিসাইল (Missiles)। রাতের অন্ধকারে ইজরায়েলে হামলা চালাল ইরান। আগুনের গোলা গিলে খেল অন্ধকার আকাশ। সাইরেনের শব্দে কাঁপতে শুরু করে গোটা শহর। ইজরায়েল সেনাবাহিনী জানাচ্ছে, শুক্রবার রাতে ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র তেল আভিভকে লক্ষ্য করে ছুঁড়েছে ইরান (Iran)।
এদিন ভোরেই ইরানে হামলা চালায় ইজরায়েল (Israel)। ইরানের ৩৩০টিও বেশি স্থানে হামলা চালানো হয়। মূলত লক্ষ্য ছিল সে দেশের পরমাণু এবং মিসাইল ঘাঁটিগুলো। তা ধ্বংস করে দিতেই বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার হামলা চালায়। তবে চুপ থাকল না ইরান। পালটা আক্রমণ শানালো ইজরায়েলের রাজধানী তেল আভিভে। ছুঁড়ল ডজন খানেক ক্ষেপণাস্ত্র। ইজরায়েলের সামরিক ঘাঁটি ধ্বংস করার লক্ষ্য নিয়েই পালটা হামলা চালায় ইরান। তবে ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো আছড়ে পড়ার আগে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তাঁদের ধ্বংসাবশেষ এদিক ওদিক উড়ে এসে পড়ে কিছু ক্ষয়ক্ষতি করেছে।
ইরানের জাবাবি হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানাচ্ছে, ইজরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম। একজনের মৃত্যুর খবর সামনে এসেছে। রামায়েলি শহরে রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ইরানের এই জবাবি হামলা নিয়ে ইতিমধ্যেই ইজরায়েল মন্ত্রিসভায় আলোচনা শুরু হয়ে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এবার ইজরায়েলের পালটা হামলা আরও ভয়াবহ হতে চলেছে।