Iranian Drone hits Israel for the first time. (Photo Credits: X)

Israel-Iran War: আর মিসাইল, কিংবা ব্যালিস্টিক মিসাইল নয়। যুদ্ধ শুরু হওয়ার এই প্রথম ইজরায়েল বায়ুসুরক্ষার (Israeli air defense systems) বজ্র আটুনির কঠোর ডিফেন্সের দুর্গ ভেঙে বেইট শেন শহরে আছড়ে পড়ল ইরানের ড্রোন (Iranian Drone)। রাজধানী তেল আভিভ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ইজরায়েলের বড় শহর বেইট শেনে (Beit Shean) একটি দু'তলা বাড়িতে আছড়ে পড়ল ইরানিয়ান শাহহেদ-১৩৬ ড্রোন।

ইজরায়েলে এই প্রথম ড্রোন অস্ত্রে সফলতা পেল ইরান

ইজরায়েল সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, ড্রোনটি ধ্বংস করার চেষ্টা করা হলেও সেটা করা সম্ভব হয়নি। তবে বরাতজোরে ড্রোন হানায় কোনও হতাহতের খবর নেই। ইজরায়েলে ড্রোন হামলায় এই প্রথম সফলতা পেল ইরান।

দেখুন খবরটি

ইরানের মিসাইল আগের চেয়ে বেশিবার ইজরায়েলকে আঘাত করতে পারছে

ইরানের সফল ড্রোন হানা নিয়ে ইজরায়েলের সেনাকর্তারা চিন্তায়। কারণ এমনিতেই গত কয়েক দিন ধরে যেভাবে আয়রন ডোম সহ নানা ইন্টারসেপ্টারকে অস্বীকার করে ইরান একের পর এক সফল হামলা করছে ইজরায়েলের বুকে, তাতে সেখানের বড় ক্ষতি হচ্ছে। গত কয়েকদিনে ইরানের ব্যালিস্টিক মিসাইলে ইজরায়েলের স্টক এক্সচেঞ্জ থেকে হাসপাতাল, বহুতল, আবাসিক ভবন, পুলিশের দফতরে আছড়ে পড়ে বড় ক্ষতি করে দিচ্ছে। তার মধ্যে এবার আবার ড্রোনও কাজ শুরু করে দিল।