Iran attacks Israel. (Photo Credits: X)

Israel vs Iran: ইরানের সবচেয়ে বড় তিনটি পরমাণু ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পর যুদ্ধ ঘোষণা করেছেন আয়াতুল্লাহ আলি খামেনি। আমেরিকার হামলার জবাবে ইজরায়েলে 'অপারেশন ট্রু প্রমিস ৩' (Operation True Promise 3) শুরু করেছে ইরান (Iran)। আর এই অপারেশেনে ইজরায়েল-কে পুরো মিসাইলের আঘাতে ধ্বংস করার লক্ষ্য নিয়েছে ইরান। গতকাল রাত থেকেই ইরান থেকে ইজরায়েলের বিমানবন্দর, পুলিশের সদর দফতর, জৈব গবেষণাগার কেন্দ্র,বেশ কয়েকটি বহুতলকে লক্ষ্য করে উড়ে আসে ভয়াবহ বেশ কয়েকটি আধুনিক মিসাইল। একসঙ্গে এত মিসাইল ইরান ছুঁড়ছে যে ইজরায়েল সবগুলিকে ধ্বংস করতে পারছে না। এমনিতেই ইরানের কাছে যত মিসাইল আছে, তত সংখ্যক আয়রন ডোন বা সেই জাতীয় প্রতিহতকরা জিনিস ইজরায়েলের নেই। তবু ইজরায়েলের দাবি তারা ইরানের ৩০টি মিসাইল ধ্বংস করেছে। ইরানের হামলার ভয়ে ইজরায়েলের ১০ হাজার মানুষ দেশ ছাড়ার পথে।

ইজরায়েলে ইরানের মিসাইল বর্ষণ

ইরান এদিন এমন সব মিসাইল ব্যবহার করে যা এতদিন তারা ব্যবহার করেনি। ইজরায়েলের ইতিহাসে এত বড় আকারের মিসাইল হামলা এর আগে হয়নি। ইজরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নের সামনে মিসাইল আছড়ে পড়ে বড় গর্ত তৈরি করেছে। তেল আভিভে ভেঙে পড়েছে অন্তত ৪টি বহুতল, ও কিছু বাড়ি। এখনও পর্যন্ত ইরানের হামলায় ইজরায়েলের হাইফা থেকে ৮৬ জন বাসিন্দার গুরুতর জখম হওয়ার খবর এসেছে। মৃত্যুর সঙ্গে লড়াই করেছ এক টিনেজার। ইজরায়েলের রাজধানী তেল আভিভের বেশ কিছু জায়গায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সেখান থেকে জখম মানুষদের উদ্ধারের কাজ চলছে।

ইরানের হামলায় ধ্বংসস্তুপে পরিণত ইজরায়েলের হাইফা

তেল আভিভে ইরানের মিসাইল হামলা

ইরানের সবচেয়ে বড় পরমাণু ঘাঁটি ফোডোয় মার্কিন বোমারু বিমানের হামলার পর 

 

প্রসঙ্গত,গতকাল, শনিবার রাতে (স্থানীয় সময়) ইরানের আকাশসীমায় ঢুকে হামলা চালায় মার্কিন সেনা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তিনটি পারমাণবিক কেন্দ্র। সমাজমাধ্যমে এই হামলার কথা জানান ট্রাম্প। ইরানে মার্কিন সেনার এই হামলার কথা জানানো হয় ইরান সরকারের তরফে। ইরানের উপর হামলার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প জানান, সারা বিশ্বে যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়িন্ত্রণ করতেই আমেরিকার এই উদ্যোগ। এছাড়া, ইরানকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক' বলে আখ্যা মার্কিন প্রেসিডেন্টের। ইরানের পরমাণুর ভাণ্ডারকে ধ্বংস করতেই হামলা চালানো হয় পরমাণু ঘাঁটিগুলিতে এমনটাই দাবি ট্রাম্পের। এই প্রসঙ্গে তিনি বলেন," এবার ইরানকে শান্তি স্থাপনের দিকে অগ্রসর হতে হবে। যদি তা না নয় তবে আরও বড় হামলা হবে। গত আটদিনে যে বিপর্যয় দেখেছে গোটা বিশ্ব, এবার পরিস্থিতি আরও ভয়াবহ হবে। দ্রুত শান্তিস্থাপনের পথে না হাঁটলে ফের নির্ভুল দক্ষতায় হামলা চালাবে মার্কিন সেনা। " সবশেষে মার্কিন প্রেসিডেন্টের দাবি, গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান। এভাবে চলতে থাকলে পরমাণু শক্তিধর দেশগুলির তালিকার প্রথমের দিকে নাম লেখাবে ইরান।