Hezbollah Attack on Israel (Photo Credits: X)

দিল্লি, ২ অক্টোবর: নতুন করে যুদ্ধ শুরু হল লেবাননে (Lebanon)। এবার লেবাননে ইজরায়েলি সেনা (IDF) এবং হেজবুল্লার (Hezbollah) মধ্যে জোরদার লড়াই শুরু হয়েছে। মঙ্গলবার ইজরায়েলের দিকে ২০০টি মিসাইল ছোঁড়ে ইরান। যার জেরে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে মধ্য প্রাচ্য। এবার লেবাননের অভ্যন্তরে ইজরায়েলি সেনা এবং হেজবুল্লার সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে বলে রিপোর্টে প্রকাশ। এদিকে ইজরায়েলে (Israel) হামলা হলে ইরানকে কোনওভাবে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে আমেরিকার তরফে।

আরও পড়ুন: Israel-Iran War: যুদ্ধ পরিস্থিতির উপর কড়া নজর; ইরান, ইজরায়েলে যাবেন না, দিল্লির অ্যাডভাইজ়রি

ইরান এবং ইজরায়েলের যুদ্ধে যেভাবে মধ্য প্রাচ্য উত্তপ্ত হতে শুরু করেছে,তার জেরে রাষ্ট্রসংঘের তরফে জারি করা হয়  সতর্কতা। গোটা পরিস্থিতির উপর কড়া নজরদারি শুরু করেছে রাষ্ট্রসংঘ।

পাশাপাশি ইজরায়েল এবং ইরান থেকে নাগরিকরা যাতে ফেরৎ আসেন, সে বিষয়ে ভারতের পাশাপাশি ব্রিটেনের তরফেও জারি করা হয়েছে সতর্কতা।