তেহরান, ৩ অক্টোবর: মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর থেকে জ্বলছে ইরান (Iran)। রাজধানী তেহরানসহ (Tehran) ইরানের ৪৬টি শহরে চলছে প্রতিবাদ, আন্দোলন। হিজাব বিরোধী আন্দোলনে যখন তেহরানের পাশাপাশি ইরানের একাধিক শহর, গ্রাম উত্তপ্ত সেই সময় শরিফ বিশ্ববিদ্যালয়েও শুরু হয় প্রতিবাদ। তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মাহশার মৃত্যুর পর হিজাব বিরোধী আন্দোলনে সামিল হন। ফলে ইরানের নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিবাদে জড়ান।
রিপোর্টে প্রকাশ, তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা হিজাব বিরোধী আন্দোলনে সামিল হলে, তাঁদের উপর বিভিন্ন সময়ে অত্যাচার করা হয়। এমনকী বিশ্বিবিদ্য়ালয়ের ক্যাম্পাসেও বহু পড়ুয়াকে আটকে রাখা হয় বলে অভিযোগ। তা সত্ত্বেও শরিফ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পিছপা হননি। তাঁরা বিক্ষোভ চালিয়ে যান।
Students flee for their lives at Sharif University in Tehran!
Please do not give up on the people of Iran...they need you more than ever!
Please keep tweeting, posting, and retweeting! #MahsaAmini #ZhinaAmini pic.twitter.com/GCgtw0zvOT
— Yashar Ali یاشار (@yashar) October 2, 2022
এবারও তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর ইরানের পুলিশ হামলা চালালে, ছাত্ররা সেখান থেকে পালাতে শুরু করেন। ইরানের পুলিশ যতই অত্যাচর করুক, পড়ুয়ারা যাতে এই বিক্ষোভ, আন্দোলন থেকে পিছিয়ে না আসেন, সে বিষয়ে প্রার্থনা করা হয় একাধিকবার।