Iran Hijab Protest: 'কোরান অবমাননা করলে ছাড় নয়', হিজাব বিক্ষোভ দমনে নেমে স্লোগান ইরানের নিরাপত্তা রক্ষীদের
Iran Hijab Row (Photo Credit: Twitter)

তেহরান, ২৩ সেপ্টেম্বর: বিক্ষোভে উত্তাল ইরান (Iran) । মাহশা আমিনির (Mahsa Amini) মৃত্যুর পর থেকে ক্ষোভে জ্বলছে ইরানের বিভিন্ন শহর। রাজধানী তেহরান থেকে শুরু করে একাধিক শহরে যখন প্রতিবাদ শুরু হয়েছে, সেই সময় ইরানের নিরাপত্তা রক্ষীরা কড়া হাতে বিক্ষোভ দমন করবেন বলে জানানো হয়। ইজরায়েল থেকে এসে ইরানে বিক্ষোভ করছেন বহু মানুষ। ইরানে যে বিক্ষোভ শুরু হয়েছে, তার পরিবর্তে নিরাপত্তা রক্ষীরা ময়দানে নেমেছেন। এমনকী, 'ডেথ টু আমেরিকা', 'ডেথ টু ইজরায়েল' স্লোগান দিয়ে বিক্ষোভ দমনের চেষ্টা চলছে। সেই সঙ্গে কোরান অবমাননা করলে কাউকে ছেড়ে দেওয়া হবে না বলেও নিরাপত্তা রক্ষীদের তরফে সুর চড়ানো হচ্ছে। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হচ্ছে নিরাপত্তা রক্ষীদের তরফে।

গত সপ্তাহে মাহশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। হিজাব না পরে মাহশা রাস্তায় নামলে, তাঁকে আটক করে নীতি পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় মাহশার। মাহশা আমিনির মৃত্যু কীভাবে হল, সে বিষয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে জ্বলতে শুরু করে ইরান।

আরও পড়ুন:  Iran Hijab Protest: হিজাব পুড়িয়ে অব্যাহত বিক্ষোভ, জ্বলছে ইরান

মাহশার মৃত্যর প্রতিবাদে তেহরান-সহ ইরানের একাধিক এলাকায় হিজাব পুড়িয়ে মানুষ বিক্ষোভ শুরু করেন।