Jail, Representational Image (Photo Credit: Pixabay)

Iran Execution: ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি (Israeli Spy) ও সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগে ৬ জনকে মৃত্যুদণ্ড দিল ইরান। গতকাল, শুক্রবার ভোরে তেহরানের ইভিন ও ওরুমিয়ে সেন্ট্রাল জেলের আলাদা জেলখানায় ছয়জনকে ফাঁসি দেওয়া হয়। দেশের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনির অনুমোদনের পরে ফাঁসি কার্যকর হয়। ইরানের বিচারব্যবস্থা ঘোষণা করেছে, দেশে 'সন্ত্রাসবাদী কর্মকাণ্ড' এবং ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয়জন পুরুষের ফাঁসি কার্যকর করা হয়েছে। ফাঁসি হওয়া ৬ জনকেই আদালতের গোপন শুনানিতে এক সপ্তাহেরও কম সময়ে বিচারের পর চরম শাস্তি দেওয়া হয়। মানবাধিকার সংস্থা যেমন ইরান হিউম্যান রাইটস (IHR) এই বিচারকে 'ভুয়ো মামলা' হিসেবে তীব্র সমালোচনা করেছে।

ইরানে ফাঁসির সংখ্যা বেড়েই চলেছে

ইজরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার দায়ে ইরানে ফাঁসি বা মৃতুদণ্ডের ঘটনা নতুন নয়। কিন্তু গত এক বছরে ইরানে এই কারণে ফাঁসির সংখ্যা অনেকটা বেড়েছে। এই বিষয়ের পর স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফিক্সে একটি টানটানা ওয়েব সিরিজও আছে।  সিরিজটির নাম 'দ্য স্পাই'।

দেখুন খবরটি

ফাঁসি হওয়া ৬ জনের পরিচয়

ফাঁসিতে নিহতদের মধ্যে রয়েছে আব্দুল রহমান আল-মানসুর এবং খালেদ আল-হুসেইনি (খুজেস্তান প্রদেশের আরব), এবং কুর্দ ব্যক্তিরা হলেন ফারহাদ কারিমি, বহনাম আজাদপুর ও দুইজন নাম প্রকাশ না হওয়া ব্যক্তি। পশ্চিম ইরানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়েছিল।