Iran: গাড়ির মধ্যে মেয়েকে রেখে অনুষ্ঠানে বাবা-মা, অত্যধিক গরমে মৃত্যু শিশুর
Police Car (Photo Credit: Latestly)

রামহরমোজ, ২৪ জুন:  গাড়ির মধ্যে কয়েক ঘণ্টা আটকে থেকে মৃত্যু হল বছর ৪-এর এক শিশুর। ইরানের  (Iran) এমনই একটি ঘটনা প্রকাশ্যে াসায় তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। রিপোর্টে প্রকাশ, সম্প্রতি ইরানের রামহরমোজ শহরে পারিবারিক শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে এক দম্পতি আত্মীয়ের বাড়িতে যান। গাড়িতে ছোট মেয়েকে রেখেই ওই দম্পতি অনুষ্ঠানে যোগ দেন। বেশ কয়েক ঘণ্টা গাড়ির মধ্যে আটকে থেকে শেষ পর্যন্ত  ওই শিশুর মৃত্যু হয় বলে খবর।

বদ্ধ গাড়িতে বেশ কয়েক ঘণ্টা আটকে থাকায় অত্যধিক গরমে বছর চারের ওই শিশুর মৃত্যু হয় বলে চিকিৎসকদের অনুমান।

আরও পড়ুন:  Sushant Singh Rajput Death: উদ্ধব ঠাকরের 'নারকো টেস্ট' করলেই সুশান্তের মৃত্যু রহস্যের পর্দা ফাঁস? বিজেপি নেতার কথায় শোরগোল

বর্তমানে ইরানের শহর রামহরমোজের ( Ramhormoz) তাপমাত্রা ৪৯ ডিগ্রি। ফলে অত্যাধিক গরমের জেরেই রামহরমোজ শহরে গাড়িতে আটকে থেকে বছর চারেকের ওই শিশুর মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। সবকিছু মিলিয়ে রামহরমোজের ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।