
সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক স্থগিতাদেশ নিয়ে এক জনসভায় ভারতকে প্রচ্ছন্ন হুমকি দিলেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। কয়েক বছর আগে সন্ত্রাসবাদী হাফিজ সইদের মতো ভাষা ব্যবহার করে ভারতকে হুমকি দিয়েছেন তিনি। পাকিস্তানের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় আহমেদ শরীফ চৌধুরী এই মন্তব্য করেছেন বলে জানা গেছে। জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক মারাত্মক সন্ত্রাসবাদী হামলার পর ভারতের জলবণ্টন চুক্তি স্থগিত করার সাম্প্রতিক পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, "আপনি যদি আমাদের জল বন্ধ করে দেন, তাহলে আমরা আপনার নিঃশ্বাস রোধ করব।"
তাঁর এই বক্তব্যের সঙ্গে নেটিজেনরা মিল খুঁজে পাচ্ছেন কিছু বছর আগে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ (Terrorist Hafiz Saeed) এর এক বক্তব্যের।সোশ্যাল মিডিয়া 'এক্স'-এ ঘুরে বেড়ানো একটি ভিডিওতে, হাফিজ সইদকে ঠিক একই কথা বলতে শোনা গেছিল।
কী বলেছিলেন হাফিজ সইদ-
Hafiz Saeed, founder of Lashkar-e-Taiba, and Pakistan’s DG ISPR Ahmed Sharif Chaudhry say the exact same line: “If India stops our water, we’ll stop their breath.” One is a terrorist. The other is a general.
But please, tell us again how Pakistan is a responsible nuclear state… pic.twitter.com/sMeGzemb9j
— Mariam Solaimankhil (@Mariamistan) May 22, 2025
কী বললেন আহমেদ শরীফ চৌধুরী-
🔴#BREAKING @OfficialDGISPR is at a university in Pakistan delivering hate and violence-encouraging speeches against India echoing what terrorist Hafiz Saeed said some years ago !
Shameful! pic.twitter.com/W7ckNPePOH
— Taha Siddiqui (@TahaSSiddiqui) May 22, 2025
পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হওয়ার একদিন পর ২৩ এপ্রিল ভারত সিন্ধু জল চুক্তির কিছু অংশ স্থগিত করার পর এইভাবে পাকিস্তানের তরফে এই হুমকি মেশানো বিবৃতি দেওয়া হল। উলেখ্য ১৯৬০ সালে স্বাক্ষরিত এবং বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পরিচালিত এই চুক্তিটি দুই দেশের মধ্যে সিন্ধু নদী এবং এর উপনদীগুলির জল বণ্টন নিয়ন্ত্রণ করে। এতে উভয় পক্ষকে জল ব্যবহারের বিষয়ে নিয়মিত তথ্য বিনিময় করতে হবে। কিন্তু পহেলগামের ঘটনার পর ভারতের তরফে বারবার বলে আসা হয়েছে "রক্ত এবং জল একসাথে প্রবাহিত হতে পারে না; আলোচনা এবং সন্ত্রাস একসাথে চলতে পারে না", যা সীমান্তবর্তী সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানের প্রচ্ছন্ন সমর্থনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।