
দিল্লি, ৪ জুন: পাঞ্জাবের যে ৩ যুবককে ইরান থেকে অপহরণ করা হয় (Indians Missing In Iran), তাঁদের উদ্ধার করা হয়েছে। ইরান পুলিশের (Iran Police) তরফে ওই ৩ ভারতীয়কে খুঁজে বের করে মুক্ত করা হয়েছে। গত ৩ মাস ধরে নিখোঁজ থাকার পর অবশেষে পাঞ্জাবের ৩ যুবককে উদ্ধার করা হয়েছে বলে খবর।
হুসনপ্রীত সিং, যশপাল সিং এবং অমৃতপাল সিং নামে পাঞ্জাবের ওই যুবককে মঙ্গলবার উদ্ধার করা হয়। পাচারকারীদের হাত থেকে পাঞ্জাবের ৩ যুবককে ইরান পুলিশ উদ্ধার করেছে।
পাঞ্জাবের এক এজেন্টের মাধ্যমে হুসনপ্রীত সিং, যশপাল সিং এবং অমৃতপাল সিং অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন। দুবাই, ইরান হয়ে তাঁদের অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল। তবে তেহরান বিমানবন্দরে পা দেওয়ার পর থেকেই ওই ৩ ভারতীয়রা আর কোনও খোঁজ মিলছিল না। তাঁদের পরিবারের কাছে এরপর ফোন যায় এবং ১ কোটি টাকা দাবি করা হয়।
অপহরণকারীদের ফোন পেয়ে পাঞ্জাবের (Punjab) ওই ৩ যুবকের পরিবার বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে। যে খবর পেতেই তেহরানের ভারতীয় দূতাবাস ( Embassy Of India In Tehran) তড়িঘড়ি পদক্ষেপ করে ইরান কর্তৃপক্ষের সঙ্গে। এরপর ইরান সরকারের তৎপরতায় শেষপর্যন্ত ৩ ভারতীয়কে উদ্ধার করা যায় বলে খবর।
গত ২৯ মে বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ইরানের সঙ্গে সব সময় যোগাযোগ করা হচ্ছে। হুসনপ্রীত সিং, যশপাল সিং এবং অমৃতপাল সিংকে যাতে শিগগিরই খুঁজে বের করা যায়, চলছে সেই প্রচেষ্টা। অবশেষে পাঞ্জাবের ৩ যুবককে উদ্ধরা করা হয়েছে অপহরণকারী এবং পাচারকারীদের হাত থেকে।
তেহরানের ভারতীয় দূতাবাস যেভাবে কাজ করেছে অপহৃতদের উদ্ধারের ক্ষেত্রে, সে বিষয়ে সংশ্লিষ্টদের পরিবারের তরফে জানানো হয়েছে ধন্যবাদ।