3 Indian Missing From Iran (Photo Credit: X)

দিল্লি, ২৯ মে: ইরান (Iran) থেকে নিখোঁজ ৩ ভারতীয় (Indian)। পাঞ্জাব (Punjab) থেকে অস্ট্রেলিয়ার (Australia) উদ্দেশে রওনা দিয়ে মাঝে ইরানে থামেন পাঞ্জাবের ৩ যুবক। তেহরান বিমানবন্দরে নামার পর থেকে ওই ৩ যুবকের আর কোনও খোঁজ মিলছে না। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তেহরানের (Tehran)INDUIndians Missing In Iran তরফে  ভারতের হাই কমিশনকে সব ধরনের সাহায্য করা হচ্ছে, পাঞ্জাবের ৩ যুবকে খোঁজার জন্য।

দিল্লিতে ইরানের যে দূতাবাস রয়েছে, তার তরফে জানানো হয়, সমস্ত ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তেহরানের ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্যের উপর নির্ভর করে ইরান ওই যুবকদের খোঁজ শুরু করেছে। ৩ যুবককে খুঁজে বের করতে তেহরান সব ধরনের চেষ্টা করবে বলে স্পষ্ট জানানো হয়। দিল্লিতে থাকা ইরানের দূতাবাসের তরফে এমনই  আশ্বাস দেওয়া হয়।

আরও পড়ুন: Indians Missing In Iran: তেহরান পা রাখতেই টপ করে উধাও, ইরান থেকে নিখোঁজ ভারতীয়রা, অন্দরের কাহিনী জানলে শিউরে উঠবেন

দেখুন কী লিখল দিল্লিতে থাকা ইরানের দূতাবাস...

পাঞ্জাবের ৩ যুবক নিখোঁজ হতেই দিল্লির তরফে সতর্কতা জারি করা হয়েছে। বেআইনি বা ভুয়ো কোনও সংস্থার সঙ্গে চুক্তি করে কোনও ভারতীয় যাতে অন্য দেশে না যান, সে বিষয়ে বার বার সতর্ক করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে।

ঘটনা আদতে কী

হুসনপ্রীত সিং, যশপাল সিং এবং অমৃতপাল সিং নামে পাঞ্জাবের ৩ যুবক এক এজেন্টের মাধ্যমে অস্ট্রেলিয়ায় যাওয়ার চুক্তি করেন। ওই এজেন্ট হুসনপ্রীতদের জানান, তাঁরা দুবাই-ইরান ভায়া হয়ে অস্ট্রেলিয়ায় যাবেন। সেই কথা মত ভারত থেকে ওই ৩ যুবক তেহরানে পৌঁছন ১ মে। তেহরান বিমানবন্দরে নামার পর থেকেই ওই ৩ যুবকের কোনও খোঁজ মিলছে না।

অপহরণ এবং মুক্তিপণ দাবি

জানা যায়, ওই ৩ যুবককে অপহরণ করা হয়েছে। তাঁদের তুলে নিয়ে গিয়ে হাত, পা বেধে ১ কোটি টাকার দাবি করা হয়েছে অপহরণকারীদের তরফে। এই করতে করতে ১১ মে পর্যন্ত দিন পৌঁছে যায়। ১১ মে থেকে ওই ৩ যুবকের সঙ্গে তাঁদের পরিবারের আর কোনও যোগাযোগ হয়নি। এরপরই পাঞ্জাবের ৩ পরিবার কেন্দ্রের দ্বারস্থ হলে, বিষয়টি তেহরান দূতাবাসের কানে যায়। তারপর থেকেই শুরু হয় পাঞ্জাবের নিখোঁজ হওয়া ৩ যুবকের খোঁজ। তবে এখনও পর্যন্ত কোনও খোঁজ তাঁদের মেলেনি বলেই জানা যাচ্ছে।