Indians Missing From Iran (Photo Credit: X/IANS)

দিল্লি, ২৮ মে: ইরান (Iran) থেকে নিখোঁজ ৩ ভারতীয় (Indian)। পাঞ্জাবের (Punjab) হোসিয়ারপুর, সাংগ্রুর এবং এসবিএস নগর থেকে ওই ৩ জন ইরানে গিয়েছিলেন। কিন্তু ইরানে যাওয়ার পরপরই ওই ৩ ভারতীয়র কোনও খোঁজ মিলেছে না বলে খবর। তেহরানে (Tehran) যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানে খবর পৌঁছলে, জোর কদমে তাঁদের খোঁজরা কাজ শুরু হয়েছে। হুসনপ্রীত সিং, যশপাল সিং এবং অমৃতপাল সিং নামে ৩ যুবকের কোনও খোঁজ মিলছে না। ১ মে থেকে ওই ৩ যুবক নিখোঁজ। তেহরানে নামার পরপরই হুসনপ্রীত, যশপ্রীত এবং অমৃতপাল সিং সঙ্গে সঙ্গে নিখোঁজ হয়ে যান বলে জানা যায়।

পাঞ্জাবের  ওই ৩ যুবক নিখোঁজ হতেই তাঁদের পরিবারের তরফে তেহরানের ভারতীয় দূতাবাসে জানানো হয়। এরপরই ভারতীয় দূতাবাস পাঞ্জাবের ওই ৩ যুবককে জোর কদমে খোঁজার কাজ শুরু করে। শিগগিরই যাতে ওই ৩ যুবককে খুঁজে বের করা হয়, সে বিষয়ে ইরানের সরকারের সঙ্গে ভারতীয় দূতাবাসের কর্তারা কথাবার্তা শুরু করেছেন। সেই সঙ্গে ওই ৩ যুবকের পরিবারের সঙ্গে ভারতীয় দূতাবাস নিরন্তর যোগাযোগ করছে। যে কোনওভাবে যাতে ওই ৩ যুবককে খুঁজে বের করা যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে বলে খবর।

রিপোর্টে প্রকাশ, পাঞ্জাবের হোসিয়ারপুরের এক এজেন্ট দুবাই-ইরান ভায়া হয়ে পাঞ্জাবের ওই ৩ যুলককে অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যবস্থা করেছিলেন। অস্ট্রেলিয়ায় যাওয়ার পথে ইরানে নামিয়ে তাঁদের থাকার জায়গাও পাকা করেন পাঞ্জাবের ওই এজেন্ট। তবে ১ মে ইরানের রাজধানী তেহরানে নামার পর থেকে ওই ৩ জনের কোনও খোঁজ মিলছে না বলে জানা যায়।

দেখুন কী জানানো হল ভারতীয় দূতাবাসের তরফে...

 

আরও পড়ুন: Indian Student Found Dead: বিদেশে রহস্যজনক মৃত্যু ভারতীয় পড়ুয়ার, ৪ দিন নিখোঁজ থাকার পর কানাডার রাজধানীর রাস্তায় মিলল ভংশিকার দেহ

জানা যায়, ইরান থেকে ওই ৩ জনকে অপহরণ করা হয়েছে। ৩ যুবককে অপহরণ করে তাঁদের পরিবারের কাছে ১ কোটি টাকা দাবি করা হয়েছে। ওই ৩ যুবককে বেধে রেখে তাঁদের ভিডিয়ো করা হয়। যেখানে দেখা যাচ্ছে, ওই ৩ যুবকের হাত, পা বেধে রাখা হয়েছে। ১ কোটি টাকা দেওয়া না হলে তাঁদের খুন করা হবে বলেও অপহরণকারীরা ক্রমাগত হুমকি দিচ্ছে বলে খবর।

গত ১১ মে এর পর থেকে পাঞ্জাবের ওই ৩ যুবকের সঙ্গে তাঁদের পরিবার কোনও যোগাযোগ করতে পারেনি বলে খবর।