Indian Woman Missing in US: বিবাহের জন্যে পাড়ি দিয়েছিলেন সুদূর আমেরিকা (US)। দেখাশোনা করে বিয়ের (Arranged Marriage) ঠিক হয়েছিল। বিয়ের জন্যে মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার কয়েকদিন পড়েই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন ভারতীয় তরুণী। মার্কিন পুলিশ সূত্রে খবর, নিখোঁজ হওয়া তরুণীর নাম সিমরন। বয়স ২৪।
দ্য নিউ ইয়র্ক পোস্টের মতে, গত ২০ জুন নিউ জার্সিতে (New Jersey) পৌঁছন তরুণী। ঠিক পাঁচদিন পর ২৫ জুন, বুধবার থেকে সিমরন নিখোঁজ। তরুণীর খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে মার্কিন পুলিশ। সিমরনকে শেষ যে সিসিটিভি ফেটেজে দেখা গিয়েছে তা দেখে মনে হচ্ছে, কারও জন্য অপেক্ষা করছেন তিনি। যদিও তাঁর চোখে মুখে উদ্বেগের লেশ মাত্র ছিল না। তাঁর মধ্যে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। কিন্তু তার পর কি এমন ঘটল ভারতীয় তরুণীর সঙ্গে যে হঠাৎ করে তিনি নিখোঁজ হয়ে গেলেন। খতিয়ে দেখছে আমেরিকার তদন্তকারী সংস্থা। বিয়ের ফাঁদ পেতে সিমরনকে গুম করার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কর্মকর্তরা।
আমেরিকায় গিয়ে নিখোঁজ ভারতীয় তরুণী
তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, বিয়ের জন্যে আমেরিকায় এসেছিলেন সিমরন। অথচ সে দেশে তাঁর কোন আত্মীয় নেই। এমনকি সিমরন ইংরাজিতে কথাও বলতে পারেন না। ভারতেও তরুণীর পরিবারের সঙ্গে এখন যোগাযোগ করতে পারেনি মার্কিন তদন্তকারী সংস্থা।
নিখোঁজ তরুণীর বিবরণ প্রকাশ করেছে সে দেশের পুলিশ। জানিয়েছে, সিমরনের উচ্চতা সিমরান পাঁচ ফুট চার ইঞ্চি। ওজন ৬৮ কেজি। তাঁর কপালের বাঁ দিকে একটি ছোট দাগ রয়েছে। তাঁকে শেষবার ধূসর রঙের সোয়েটপ্যান্ট, একটি সাদা টি-শার্ট, কালো স্যান্ডেল জুতো এবং ছোট হীরা খচিত কানের দুল পরা অবস্থায় দেখা গিয়েছিল। সিমরনের অবস্থান সম্পর্কে কোন তথ্য জানা থাকলে লিন্ডেনওয়াল্ড পুলিশ গোয়েন্দা জো টমাসেটির সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।