জোহানেসবার্গ: ১৫তম ব্রিকস সম্মেলনে (15th BRICS Summit) যোগ দিতে দক্ষিণ আফ্রিকার (South Africa) জোহানেসবার্গে (Johannesburg) গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian PM Narendra Modi)। বুধবার ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে (bilateral meeting) করলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা (South African President Cyril Ramaphosa)। তাঁদের সঙ্গে দু-দেশের উচ্চপদস্থ সরকারি আধিকারিকরাও ছিলেন।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Prime Minister Narendra Modi and South African President Cyril Ramaphosa hold a bilateral meeting in Johannesburg, on the sidelines of the 15th BRICS Summit. pic.twitter.com/gxW20jS5J5
— ANI (@ANI) August 23, 2023
পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে অসাধারণ একটি বৈঠক (excellent meeting) হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সম্পর্ককে (India-South Africa relations) আরও গভীর করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেছি আমরা। আমাদের আলোচনায় বাণিজ্য (Trade), প্রতিরক্ষা (defence) এবং বিনিয়োগের যোগসূত্রগুলি (investment linkages) বিশেষভাবে আলোচিত হয়েছে। আমরা গ্লোবাল সাউথের (Global South) কণ্ঠস্বরকে শক্তিশালী (strengthen) করতে একসঙ্গে কাজ করে যাব।" আরও পড়ুন: Xi Jinping In Johannesburg: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় শি জিনপিং, জোহানেসবার্গের ভিডিয়ো
Following a bilateral meeting with South African President Cyril Ramaphosa, PM Modi tweets, "Had an excellent meeting with President Cyril Ramaphosa. We discussed a wide range of issues aimed at deepening India-South Africa relations. Trade, defence and investment linkages… pic.twitter.com/yYjsEdCefs
— ANI (@ANI) August 23, 2023