দিল্লি, ২ ডিসেম্বর: মুম্বই (Mumbai) থেকে ম্যাঞ্চেস্টার যাওয়ার পথে কুয়েত বিমানবন্দরে (Kuwait Airport) গাল্ফ এয়ারলাইনসের একটি বিমান আটকে পড়ে। কুয়েত বিমানবন্দরে গাল্ফ এয়ারলাইন্সের বিমানটি আটকে পড়তেই সেখানে থাকা বেশিরভাগ ভারতীয় যাত্রীকে সুযোগ সুবিধা দেওয়া থেকে বঞ্ছিত করা হয় বলে অভিযোগ। গাল্ফ এয়ারলাইন্সের বিমানটি আটকে পড়লে, সেখানকার ভারতীয় যাত্রীদের (Indian Passengers) সঙ্গে অন্য দেশের নাগরিকরাও আটকে পড়েন। তবে গাল্ফ এয়ারলাইনসে থাকা অন্য দেশের যাত্রীদের জন্য় খাবার, সুযোগসুবিধার ব্যবস্থা করা হয়। তবে ভারতীয়দের খালি পেটেই থাকতে হয় বলে অভিযোগ।
প্রায় ১৩ ঘণ্টা কুয়েত বিমানবন্দরে আটকে থাকাকালীন ভারতীয়দের কোনও সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন বেশ কয়েকজন। কুয়েতে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখান যোগাযোগ করা হয়। এরপর ভারতীয় দূতাবাসের তরফে সমস্ত ব্যবস্থা সম্পন্ন করা হয় বলে খবর। কুয়েতে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার কর্মীরা বিমানবন্দরে চলে যান এবং যাত্রীদের জন্য সমস্ত ব্যবস্থাপনা করেন বলে খবর।
১৩ ঘণ্টা বিমাবনন্দরে আটকে থাকার পর অবশেষে কুয়েত ছেড়ে ম্যানচেস্টারের উদ্দেশে রওনা দেন ৬০ জন ভারতীয় যাত্রী। জানা যায়, কুয়েতের ভারতীয় দূতাবাসের আধিকারিকরা সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে কথা বলেন এবং পরবর্তী বিমানে করে যাতে ভারতীয়দের নির্দিষ্ট গন্তেব্যে পৌঁছে দেওয়া হয়, সে বিষয়ে আবেদন জানান। এরপরই জরুরি ভিত্তিতে সমস্ত কাজ সম্পন্ন হয়।
দেখুন ম্যানচেস্টারের উদ্দেশে রওনা দেন ভারতীয় যাত্রীরা...
Gulf Air flight to Manchester finally departed at 0434 hours today carrying stranded Indian passengers among others. Embassy team was on the ground till the flight departed. pic.twitter.com/47GVer4Bs4
— India in Kuwait (@indembkwt) December 2, 2024