Indian Origin in Prison: বাবা-মেয়েকে হত্যার দায়ে ভারতীয় চালকের ১৬ বছরের কারাদণ্ড
Representational Image | (Photo Credits: PTI)

লন্ডন: ব্রিটেনে গাড়ি নিয়ে পাঁচজনের পরিবারকে ধাক্কা দিয়ে গর্ভবতী নারী ও তার বাবার মৃত্যুর কারণ হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ( Indian-origin) এক চালককে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ১০ আগস্ট ইংল্যান্ডের রামসগেটের লিওপোল্ড স্ট্রিটে (Leopold Street, Ramsgate) নিজের কালো আলফা রোমিওর (Alfa Romeo) নিয়ন্ত্রণ হারান নীতেশ বিসেন্ডারি (৩১)(Nitesh Bissendary) । এতে ঘটনাস্থলেই মারা যান ৮১ বছর বয়সী ইয়োরাম হিরশফেল্ড (Yoram Hirshfeld) ও তার অন্তঃসত্ত্বা মেয়ে নোগা সেলা (Noga Sella) (৩৭)। কেমব্রিজের চিকিৎসক সেলা পাঁচ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন, যখন তিনি এই সংঘর্ষে মারা যান। সেলার স্বামী, তাদের ছয় ও আট বছর বয়সী ছেলে ও মেয়ে এই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। বিসেন্ডারির গাড়ির সঙ্গে পরিবারের গাড়ির সংঘর্ষের সময় এই দুর্ঘটনা ঘটে। কেন্ট পুলিশের এক বিবৃতিতে বলা হয়, 'মানস্টনের হাইল্যান্ডস গ্লেডের বিসেন্ডারি বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যুর কথা স্বীকার করেছেন। Free Condoms To Youth: বিনামূল্যে কনডম মিলবে ফ্রান্সে, জানালেন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ

বিসেন্ডারির বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর কারণে মৃত্যু, বিপজ্জনকভাবে গাড়ি চালানোর কারণে গুরুতর আঘাত, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সড়কে যানবাহনের সংঘর্ষের স্থানে থামতে ব্যর্থ হওয়া এবং বিশ্লেষণের জন্য একটি নমুনা সরবরাহ করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছিল। বৃহস্পতিবার ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে (Canterbury Crown Court) শুনানির পর তাকে দোষী সাব্যস্ত করা হয়। একই সঙ্গে তিনি মুক্তি পাওয়ার পর ১০ বছর গাড়ি চালানোর অযোগ্য হবেন বলেও পুলিশের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আদালত শুনেছে কিভাবে বিসেন্ডারি প্রাথমিকভাবে পায়ে হেঁটে পালিয়ে যাওয়ার পর ঘটনার স্থানে ফিরে আসে, রাস্তার পাশে মাদক পরীক্ষায় ব্যর্থ হয় যা কোকেনের চিহ্ন নির্দেশ করে, তবে গ্রেপ্তারের পর রক্ত পরীক্ষা করতে রাজি হননি তিনি। বিসেন্ডারির দাবি, তাঁর গাড়ির একটি ত্রুটি রয়েছে যা তিনি সংশোধন করার চেষ্টা করছিলেন, যার ফলে সংঘর্ষের কিছু ক্ষণ আগে তিনি রাস্তা থেকে চোখ সরিয়ে নেন।