সিঙ্গাপুরে দুই কিশোরীকে শ্লীলতাহানির দায়ে গ্রেফতার করা হল ৪৪ বছরে এক ভারতীয়কে। তাঁকে তিন মাসের কারাদণ্ডের শাস্তি দিল আদালত। সিঙ্গাপুরের হোটেলে রাঁধুনির কাজ করা সুশীল কুমার নামের সেই ভারতীয় কখনও ট্রেন স্টেশন, তো কখনও লিফটে জোর করে মেয়েদের সঙ্গে অসভ্যতা করত। দুই কিশোরী সুশীলের বিরুদ্ধে সিঙ্গাপুর পুলিশের কাছে অভিযোগ জানায়। তাদের মধ্যে একজন ১৪ বছরের কিশোরী জানায় মাস তিনেক আগে এমআরটি স্টেশনে তাকে দেখে আচমকাই এগিয়ে এসে জড়িয়ে ধরে সেই ব্যক্তি।
১৪ বছরের কিশোরীকে প্রেম নিবেদনও করে ৪৪ বছরের সুশীল। সেই কিশোরী ভেবেছিল, ট্রেন স্টেশনে তাকে রাস্তা জিজ্ঞাসা করতে সেই ব্যক্তি তার পথের মাঝে এসে তাকে বাধা দিয়েছিল।
দেখুন টুইট
Indian jailed in #Singapore for molesting young girls
Read: https://t.co/nVZYRpXBIv pic.twitter.com/FCVwaYq235
— IANS (@ians_india) June 24, 2023
১৯ বছরের তরুণীর আবার অভিযোগ, সুশীল তাকে রাস্তায় তাড়া করে লিফটে উঠে আলিঙ্গন করে জোর করে চুম্বন করেছিল। সেই সঙ্গে সেলফি তুলে রেখেছিল সে। সেই তরুণীকে ডিনারে যাওয়ার প্রস্তাবও দেয় সে। তাতে রাজি না হওয়ায় সুশীল সেই তরুণীকে অর্থের প্রস্তাব দেয়। সিসিটিভি ফুটেজে সেটা পরিষ্কার ধরা পড়ে।