খালিস্তানের দাবিতে এবার লন্ডনে ভারতীয় দূতাবাসের পতাকা নামিয়ে দেওয়ার চেষ্টা করল একদল খালিস্তানপন্থী। একটি ভিডিওতে ফুটে উঠেছে সেই ছবি। সেখানে দেখা যাচ্ছে কিভাবে একজন খালিস্তানপন্থী ভারতীয় দূতাবাসে উঠে পতাকা নামিয়ে দেওয়া র চেষ্টা করছে। কিছুক্ষনের মধ্যেই সেখানে এক ভারতীয় নিরাপত্তারক্ষী পৌছে যায় এবং পতাকাটিকে উদ্ধার করে।
লন্ডনে ভারতীয় দূতাবাসের নিরাপত্তার এই গাফিলতিতে ব্রিটিশ সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। দূতাবাস চত্বরে নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্নও তোলা হয়েছে।
এই ঘটনার জেরে ভারতে নিযুক্ত ব্রিটিশ দূতকে ডেকে পাঠানো হয়েছে। রবিবার রাতেই তাঁকে ডেকে পাঠানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটেনকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভারত। ভিয়েনা কনভেশননের চুক্তি অনুযায়ী যে নুন্যতম পরিষেবাগুলি দূতাবাসের পাওয়া উচিত সে বিষয়েও জানানো হয়েছে ব্রিটেনকে। নিরাপত্তার না থাকার কারণে যে ঘটনা ভারতীয় দূতাবাসের সামনে ঘটেছে তার ব্যাখা চেয়ে পাঠানো হয়েছে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে।
খালিস্তানি নেতা অমৃতপাল সিং এর গ্রেফতারিকে কেন্দ্র করে "শিখ ফর জাস্টিস" নামের একটি সংগঠন বিদেশের মাটিতে তাদের অনৈতিক কার্যকলাপ শুরু করেছে। তবে বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়ার কাছ এই প্রথম নয়। এর আগেও খালিস্তানের দাবিতে কানাডায় ভারত বিরোধী আওয়াজ তুলেছেন অনেক খালিস্তান পন্থী।
#WATCH | United Kingdom: Khalistani elements attempt to pull down the Indian flag but the flag was rescued by Indian security personnel at the High Commission of India, London.
(Source: MATV, London)
(Note: Abusive language at the end) pic.twitter.com/QP30v6q2G0
— ANI (@ANI) March 19, 2023