Photo Credit ANI

সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে খালিস্তানপন্থীদের বিক্ষোভের ঘটনায় বিবৃতি প্রকাশ মার্কিন নিরাপত্তা উপদেষ্টার। রবিবার মার্কিন মুলুকে যে ঘটনা ভারতীয় দূতাবাসে ঘটেছে তার জন্য নিন্দা জানিয়েছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান।

একটি টুইটার বার্তায় তিনি এই ঘটনার নিন্দা জানিয়েছেন।এর পাশাপাশি ভারতীয় দূতের নিরাপত্তার ক্ষেত্রে তারা যে বদ্ধপরিকর সে বিষয়টিও তুলে ধরেছেন তিনি।

এই বিষয়টি নিয়ে মার্কিন দফতর স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে জানিয়েছেন তিনি।

যদিও নিন্দার পরেও বুধবার খালিস্তানি বিক্ষোভকারীদের পক্ষ থেকে সানফ্রানসিকোতে বিক্ষোভ দেখানোর জন্য একত্রিত হয় বেশ কিছু মানুষ। বিভিন্ন বয়েসের পাগড়ি পরিহিত বেশ কিছু মানুষ এদিন ভারতীয় দূতাবাসের সামনে একত্রিত হয়ে খালিস্তানপন্থী স্লোগান তোলে।

যদিও  সানফ্রান্সিসকোতে হওয়া ঘটনার জেরে আমেরিকাকে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। মার্কিন মুলুকে ভারতীয় দূতাবাস এবং তাদের কর্মীদের সুরক্ষার ব্যাপারে কোন আপস যে করা হবে না তা মনে করিয়ে দিয়েছে ভারত।