Situation Of Indians In UK (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৯ অগাস্ট: ব্রিটেনে  (UK) ফের অপমান, হেনস্থা, মারধর করা হল ভারতীয়কে। এবার শিখ সম্প্রদায়ের (Sikh Men Assaulted In UK) ২ বৃদ্ধকে রাস্তায় ফেলে যেমন পেটানো হল, তেমনি হেনস্থা, চরম অপমান করল ব্রিটেনের বেশ কয়েকজন কিশোর। ব্রিটেনের উলভারহ্যাম্পটন নামে একটি স্টেশনের কাছে ২ শিখকে চরম হেনস্থা করা হয়। রাস্তায় ফেলে মারধর করা হয় তাঁদের।

গত ১৫ অগাস্ট ওই ঘটনা ঘটে উলভারহ্যাম্পটনে। যেখানে ২ শিখকে মারধর করা হয় জোর কদমে। প্রথমে একজনকে আঘাত করা হয়। তাঁকে মারধর শুরু করলে, দ্বিতীয়জন তাঁকে রক্ষা করতে হাজির হন। আর তখনই তাঁর উপরও চলে হামলা, মারধর।

ব্রিটেনের রাস্তায় ওই ছবি দেখার পরপরই তা ভাইরাল হয়। বর্ণ বিদ্বেষ যে ফের নতুন করে ইউরোপের দেশগুলিতে কোন জায়গায় পৌঁছচ্ছে, তা এই সব ভিডিয়ো না দেখলে বিশ্বাস করতে পারবেন না কেউ।

রিপোর্টে প্রকাশ, মারধরের ঘটনায় পরপর ২ জনকে গ্রেফতার করা হয়। তবে পরে ওই ২ জনকে ছেড়ে দেয় ব্রিটেনের পুলিশ।

ইউরোপে শিখ সম্প্রদায়ের যে সমস্ত মানুষ রয়েছেন, তাঁদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা হয়, সে বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আবেদন করেন সুখবীর সিং বাদল।

নিজের সোশ্যাল হ্যানিডেলে সুখবীর সিং বাদল সেই ভিডিয়ো পোস্ট করেন এবং জয়শঙ্করের হস্তক্ষেপ দাবি করেন ওই ঘটনায়।

আরও পড়ুন: Independence Day 2025: অস্ট্রেলিয়ায় ভারতীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে খালিস্তানিদের 'অসভ্যতামি', অনুষ্ঠান বানচাল করতে স্লোগানবাজি, দেখুন ভিডিয়ো

দেখুন কীভাবে জঘন্য ঘটনার প্রতিবাদ করলেন সুখবীর সিং বাদল...

 

বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় পরপর...