Pro-Khalistan Protests In Australia (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৫ অগাস্ট: ৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day 2025) উপলক্ষ্যে মেলবোর্নে (Melbourne) চলছিল অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠান নষ্ট করতে সেখানে হাজির হয় খালিস্তানপন্থীরা। মেলবোর্নে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যখন প্রবাসী ভারতীয়রা মেতে ওঠেন, সেই সময় খালিস্তানপন্থীরা (Khalistani protest) সেখান হাজির হয়ে স্লোগান দিতে শুরু করে। কিন্তু কোনওভাবেই ভারতীদের (Indians) অনুষ্ঠান বানচাল করতে পারেনি খালিস্তানপন্থীরা। ভারতীয়দের অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত সেখান থেকে সরে যেতে বাধ্য হয় খালিস্তানপন্থীরা।

মেলবোর্ন থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এলে, তা নিয়ে হুলুস্থূল ছড়িয়ে পড়ে। এতদিন পর্যন্ত খালিস্তানপন্থীদের বিক্ষোভ, স্লোগানবাজি কানাডায় সীমাবদ্ধ ছিল। এবার সেই সীমানা ছাড়িয়ে অস্ট্রেলিয়াতেও তা চোখে পড়ল।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো ছড়ায় সেখানে দেখা যায়, খালিস্তানি পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কিছু মানুষ। যা নিয়ে খালিস্তানপন্থীদের সঙ্গে প্রবাসী ভারতীয়দের বাকবিতণ্ডা শুরু হয়। ভারতের স্বাধীনতা দিবস যাতে প্রবাসী ভারতীয়রা পালন করতে না পারেন, তার জন্যই স্লোগানবাজি শুরু করে খালিস্তানপন্থীরা।

দেখুন কীভাবে খালিস্তানপন্থীরা স্লোগানবাজি করে ভারতের স্বাধীনতা দিবস ভণ্ডুলের চেষ্টা চালায়...

 

অস্ট্রেলিয়ায় কীভাবে বাড়ছে খালিস্তানি বাড়বাড়ন্ত 

সম্প্রতি অস্ট্রেলিয়ায় খালিস্তানিপন্থীদের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। সম্প্রতি মেলবোর্নের স্বামী নারায়ণ মন্দির এবং দুটি এশিয়ান মন্দিরে খালিস্তানিপন্থীরা হাজির হয়ে সেখানে উত্তেজনা ছড়ায়।

এসবের সঙ্গে রয়েছে ভারতীয়দের বিরুদ্ধে ঘৃণার মন্তব্যের বহর। অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় ভারতীয়দের উপর হামলার অভিযোগ উঠছে। বর্ণ বিদ্বেষের আঘাত ভারতীয়দের উপর বারবার আঘাত করছে অস্ট্রেলিয়ায়। এবার সেই সঙ্গে যুক্ত হল খালিস্তানপন্থীদের অসভ্যতামি।