Photo Credit ANI

আমেরিকার জেলা জজ হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভুত আমেরিকান অরুন সুব্রমনিয়াম (Arun Subramanium) । শুধু তাই নয় দক্ষিণ এশিয়ান হিসেবে তিনিই সর্বপ্রথম এই বেঞ্চে বসার অধিকার পেলেন।

৫৮-৩৭ ভোটে মঙ্গলবার সন্ধ্যেয় তার মনোনয়নে শিলমোহর দেয় সেনেট। ১৯৭৯ এ পিটসবার্গে জন্মগ্রহন করেন অরুন সুব্রমনিয়ম। ১৯৭০ এ দশকে তাঁর বাবা এবং মা ভারত থেকে আমেরিকাতে চলে আসেন। অরুনের বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার।  ২০০১ সালে তিনি কম্পিউটার সায়েন্স এবং ইংরেজিতে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর আরও তিন বছর পর তিনি কলম্বিয়া  ল স্কুল থেকে  আইনের ডিগ্রি লাভ করেন। কলম্বিয়া ল রিভিউয়ের আর্টিকেল এডিটরও ছিলেন তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে কনজিউমার প্রটেকশন এক্সপার্ট হিসেবে কাজ করেছেন তিনি।