Donald Trump, Narendra Modi (Photo Credit: ANI/X)

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক, সঙ্গে জরিমানা চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগমী ১ অগাস্ট থেকে এই শুল্ক চাপানো হলে বড়সড় ক্ষতির মুখে পড়তে চলেছেন ভারতীয় ব্যবসায়ীরা, যাঁরা মার্কিন মুলুকে ব্যবসা করছেন, বা ব্যবসার সঙ্গে যুক্ত। সেই সঙ্গে এর প্রভাব ভারতের অর্থনীতির ওপরেও যে পড়বে, তা বলার অপেক্ষা রাথে না। এদিকে আমেরিকার তরফে এই শুল্ক চাপানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধীরা। সবমিলিয়ে ঘরে বাইরে উভয় দিকেই চাপে রয়েছে কেন্দ্র সরকার।

মূল্যায়ণ করছে কেন্দ্র

বুধবার এই নিয়ে প্রেস বিবৃতি দেওয়া হল নয়াদিল্লির পক্ষ থেকে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দ্বিপাক্ষিক বানিজ্য সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতির একটি বিবৃতি এসেছে। এর প্রভাব সরকার এখন মূল্যায়ণ করছে। গত কয়েকমাস ধরে মার্কিন সরকারের সঙ্গে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও দু’পক্ষেরই উপকারী বানিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য নেওয়া হবে প্রয়োজনীয় পদক্ষেপ। সরকার আমাদের কৃষক, ব্যবসায়ী, এমএসএমই-দের কল্যাণকে গুরুত্ব দিয়েছে। যেমনটা যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বানিজ্য চুক্তি সহ অনান্য দেশের সঙ্গে বানিজ্য চুক্তি করে হয়েছে।

দেখুন পোস্ট

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে বিরক্ত আমেরিকা

এদিন ট্রাম্পের শুল্কবৃদ্ধি ঘোষণার মধ্যে ছিল ভারতবিদ্বেষী সুর। ভারত-রাশিয়ার বানিজ্যিক সম্পর্ক নিয়ে বিরক্তিপ্রকাশ করেছেন তিনি। রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক যে তিনি মোটেই বরদাস্ত করছে না, তা এদিন তিনি ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার মাশুল কী এবার ভারতবাসীদের দিতে হবে, আগামী দিনেই তা স্পষ্ট হবে।