চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত (India Banned Non-Basmati Rice Exports)। বিশ্বের দরবারে অন্যতম চাল রপ্তানিকারী দেশ হল ভারত। এবার সেই চালে টান। বাসমতী চাল ছাড়া সমস্ত রকম সাদা চাল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির ফলে আন্তর্জাতিক বাজারে বড় ধাক্কা আসতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড একটি নির্দেশিকা জারি করে সাদা চাল রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে (Rice Export Ban)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের খাদ্য নিরাপত্তা এবং দেশের বাজারে চাহিদা মেটানোর পরে কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে ফের চাল রপ্তানির করা হবে। দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই জানাচ্ছে প্রশাসন।
ভারত সরকারের অ-বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারির পরে যুক্তরাষ্ট্রে দেশগুলোতে চালের চাহিদা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়রা শপিং মলগুলোতে ভিড় করছেন অধিক পরিমাণে চাল কিনে মজুত করে রাখার জন্যে।
দেখুন এমনই এক শপিংমলের ঝলক...
Rice demand and Madness in USA..after India Govt Imposes Ban on Non-Basmati Rice Exports!
People are taking breaks from work and lining up at grocery stores,buying maximum allowed quantities.
Desi stores in US have already increased the price of rice bags..🤔#USA #RiceDemand pic.twitter.com/Wwx5JFAK9B
— Venugopal Reddy Chenchu (NRI TDP, USA) (@venuchenchu) July 22, 2023
চাল কেনার হিড়িক পড়েছে সে দেশে। কাজবাজ থেকে ছুটি নিয়ে শপিংমলে জমিয়েছেন ভিড়। সবাই এসে জড়ো হয়েছেন চালের কাউন্টারে। যে যার মত চালের প্যাকেট সংগ্রহ করছেন তাঁরা। আমেরিকার দেশীয় দোকান গুলোতে ইতিমধ্যেই চালের দাম সাংঘাতিক হারে বাড়তে শুরু করেছে।