দিল্লি, ৯ অক্টোবর: খালিস্তানি জঙ্গি হদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ফের ভারতের বিরুদ্ধে নতুন করে উসকানিমূলক বক্তব্য প্রকাশ করল কানাডা। সংযুক্ত আরব আমিরশাহির শেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে ফোনালাপের সময় ইজরায়েলের প্রসঙ্গ যেমন তুলে আনেন, তেমনি বিভিন্ন দেশের মানুষের জীবন নিয়ে সঙ্কট চলছে বলে দাবি করেন ট্রুডো। এরপরই ভারতের প্রসঙ্গ তোলেন ট্রুডো। তিনি বলেন, আইনের শাসন বজায় রাখার বিষয়ে ভারতের কাছে আবেদন জানানো হয়েছে বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মন্তব্য করেন কানাডার প্রধানমন্ত্রী। নিজ্জর খুন নিয়ে ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছে, তা নিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও কথা বলেন জাস্টিন ট্রুডো। সম্প্রতি এমন খবরও প্রকাশ্যে আসে।
সবকিছু মিলিয়ে খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ফের ভারত প্রসঙ্গে মুখ খুলতে শুরু করেন কানাডার প্রধানমন্ত্রী।
গত ১৮ জুন কানাডার সুরেতে খুন করা হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। যে ঘটনার সঙ্গে ভারত যোগের অভিযোগ করেন ট্রুডো। কানাডর অভিযোগ প্রকাশ্যে আসতেই তা নস্যাৎ করে দেয় দিল্লি। নিজ্জর খুনে ভারত যোগের যে দাবি কানাডা করছে, তা একেবারে অহেতুক বলে স্পষ্ট জানিয়ে দেয় দিল্লি। পাশাপাপাশি কানাডা ক্রমাগত জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বলেও ভারতের তরফে তীব্র প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিকস্তরে।