India, Canada (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৫ সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনায় ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করেছে।  গত ১৯ জুন কানাডার সুরেতে খুন হয় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর।  হরদীপ খুনে ভারত যোগের দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  কানাডার প্রধানমন্ত্রীর অভিযোগের পরপরই তা নস্যাৎ করে দেওয়া হয় ভারতের তরফে।  এমনকী কানাডা যে অভিযোগ করছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং তাতে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে স্পষ্ট জানানো হয় দিল্লির তরফে।  দুই দেশের বাকবিতণ্ডা যখন কার্যত চরমে, সেই সময় ফের খানিকটা শ্লেষের সুর শোনা যায় কানাডার প্রতিরক্ষামন্ত্রীর গলায়।

কানাডার প্রতিরক্ষামন্ত্রী মিস্টার ব্লেয়ার বলেন, তদন্ত চলাকালীন ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন বজায় রয়েছে, তেমনি টিকে রয়েছে ব্যবসায়িক সম্পর্কও। শুধু তাই নয়, ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক অত্যন্ত 'গুরুত্বপূর্ণ' বলেও মন্তব্য করেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী।

পাশাপাশি কানাডার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, কানাডায় কীভাবে আইনশৃঙ্খলা বজায় রাখা যায়, সেই দায়িত্ব রয়েছে সরকারের।  তেমনি তদন্তের মাধ্যমে যাতে সত্যি প্রকাশ পায়, সেই চেষ্টাও অব্যাহত বলে মন্তব্য করেন মিস্টার ব্লেয়ার। কানাডার মাটিতে কানাডিয়ান নাগরিকদের সুরক্ষা যাতে বজায় থাকে, সে বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী।

কানাডার সঙ্গে খালিস্তানি ইস্যুতে ভারতের টানাপোড়েন শুরু হলে, সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন বিদেশ মন্ত্রকের সচিব ইঅরিন্দম বাগচি।  তিনি বলেন, কানাডা ক্রমাগত জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠছে।  কানাডা যাতে জঙ্গিদের নিরাপদ ঘাঁটিতে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত বলে সওয়াল করেন অরিন্দম বাগচি।