উত্তর গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি নেওয়ার পর এবার ইজরায়েলের নজরে ওয়েস্ট ব্যাঙ্কে হামাসের দফতর। মঙ্গলবার সকাল থেকেই ওয়েস্ট ব্য়াঙ্কে ঢুকতে শুরু করেছে ইজরায়েলের হাজার হাজার ট্যাঙ্ক সহ সুসজ্জিত সেনাবাহিনী। ওয়েস্ট ব্য়াঙ্কের তুলকারেমে প্রাক্তন প্য়ালেস্টাইন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের স্মৃতিসৌধ গুঁড়িয়ে দিল ইজরায়েলের ট্য়াঙ্ক। কট্টর ইজরায়েল বিরোধী প্যালেস্টাইনের প্রাক্তন শাসক আরফাতের স্মৃতি সোধ ভাঙার ভিডিয়ো এখন সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল।
প্যালেস্টাইন লিবারেশন অর্গ্যানাইজেশনের প্রধান হওয়ার পর প্য়ালেস্টাইনের শাসক পদে দশ বছর ছিলেন। প্যালেস্টাইনের আম জনতার একটা বড় অংশের কাছে ইয়াসির আরফাতের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে আরফাতকে সর্বোচ্চ আসনে বসান সেখানের বাসিন্দারা। ১৯ বছর আগে মারা গেলেও সেখানে তিনি প্রাসঙ্গিক। সেই আরফাতের মূর্তি ভাঙায় ইজরায়েলের ওপর তীব্র ক্ষোভ দেখাতে শুরু করেছে আরব দুনিয়ার মানুষরা। আরও পড়ুন-হাসপাতালের নীচে সুড়ঙ্গ, সেখানে বুলেটপ্রুফ দরজা, হামাসের কীর্তিতে অবাক বিশ্ব
দেখুন আরাফাতের স্মৃতিসৌধ ভাঙার ভাইরাল ভিডিয়ো
In #Tulkarem, #WestBank, Israeli Army have demolished a monument honoring the late #Palestinian President, #YasserArafat#مثليا_النصر_شطبهما_مطلب_وطني #غزة_مقبرة_الدبابات #ابو_عبيدة #مستشفى_المانع_الجديد #Israel #JawaharlalNehru #Gaza_War #IsraelPalestineWar #Hamas #Lebanon pic.twitter.com/I3dR5MLRXm
— know the Unknown (@imurpartha) November 14, 2023
উত্তর গাজার মত ওয়েস্ট ব্যাঙ্কেও সেভাবে বাধার মুখে পড়তে হয়নি ইজরায়েলের সেনাবাহিনীকে। গাজায় এখনও পর্যন্ত ৪৮ জন ইজরায়েলি সেনা প্রাণ হারিয়েছেন। ওয়েস্ট ব্য়াঙ্কে হামাস বাহিনী ভাল লড়াই দিতে পারে বলে মনে করা হচ্ছে।
উত্তর গাজায় হামাসের পার্লামেন্টের দখল নিয়েছে ইজরায়েলের সেনা। স্কুল, হাসপাতালে, শিশুদের খেলার পার্কের নিচে থেকে হামাসের সুড়ঙ্গ আবিষ্কার করছে ইজরায়েল সেনা।