ইসলামাবাদ, ৩০ মার্চ: পরিস্থিতি যাই হোক না কেন, আস্থা ভোটের আগেই পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না ইমরান খান (Imran Khan)। আজ এই বার্তা দিয়ে টুইট করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Pakistan Information Minister Fawad Chaudhry)। টুইটে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী ইমরান খান একজন খেলোয়াড় যিনি শেষ বল পর্যন্ত লড়াই করেন। তিনি পদত্যাগ করবেন না।"
ইমরান খান রাজনৈতিক ভাবে একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি অবস্থানে রয়েছেন।পাকিস্তান ন্যশনাল অ্যাসেম্বলিতে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটি হবে ৩ এপ্রিল। আরও পড়ুন: Imran Khan: 'দুই ভাই মিলে আইপিএলে কমেন্ট্রি করব' সিধুর ছবি দিয়ে পাক প্রধানমন্ত্রীকে খোঁচা প্রাক্তন স্ত্রীর
وزیر اعظم عمران خان آخری بال تک لڑنے والے کھلاڑی ہیں استعفیٰ نہیں ملے گا میدان لگے گا، دوست بھی دیکھیں گے اور دشمن بھی ۔۔۔
— Ch Fawad Hussain (@fawadchaudhry) March 30, 2022
বুধবার বিকেলে জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে এই খবর। পাকিস্তানের (Pakistan) মসনদ থেকে তাঁর সরকার ফেলে দিতে বিদেশি চক্রান্তের হাত রয়েছে বলে দাবি করেছেন ইমরান।