ইমরান খান (Photo Credits: PTI)

ইসলামাবাদ, ২০ মার্চ: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। বৃহস্পতিবার তিনি চিনের সিনোফার্ম করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। ইমরান খানের করোনা আক্রান্ত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন স্বাস্থ্য বিষয়ক পরিষেবার ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়জল সুলতান। টুইটবার্তায় তিনি বলেন, "প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।"

সংবাদসংস্থা এএনআই-র একটি প্রতিবেদন অনুসারে, চিন ১ ফেব্রুয়ারি পাকিস্তানকে ৫ লাখ ডোজ করোনার টিকা অনুদান দিয়েছিল। একদিন পরেই পাকিস্তানে টিকাকরণ শুরু হয়ে যায়। আরও পড়ুন: US President Joe Biden Falls Up Stairs: বিমানে ওঠার সময় সিঁড়িতে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৯ মার্চ ইমরান খান খাইবার-পাখতুনখোয়াতে মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে একটি উদ্বোধনী অনুষ্ঠানে গেছিলেন। তিনি সোয়াট এক্সপ্রেসওয়ে টানেলের উদ্বোধন করতে সোয়াত মোটরওয়েও গেছিলেন। বিশ্বের বহু দেশের পাশাপাশি পাকিস্তানেও টিকাকরণ চলাকালীন দৈনিক কোভিড -১৯ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র ডনের ওয়েবসাইটে প্রকাশিত সংখ্যা অনুযায়ী, দেশে মোট করোনা আক্রান্ত ৬ লাখ ২৩ হাজার ১৩৫ জন। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৯৯ জনের।