শনিবার সকালে ইমরান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার পরেই তাঁর বাড়িতে ঢুকে পড়ে পুলিশ। বাড়ির চত্বরেই দলীয় কর্মীদের শিবির তৈরি হয়েছিল। সেই শিবির উচ্ছেদ করাই ছিল পুলিশের লক্ষ্য।এরপরেই ইমরানের লাহোরের বাড়ির পাঁচিল ভেঙে ঢুকে পড়ে পঞ্জাব প্রদেশের পুলিশ। বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় ২০ জন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীকে।পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পুলিশের এই পদক্ষেপকে তীব্র ধিক্কার জানিয়েছেন। তিনি টুইট করে বলেন-
"পাঞ্জাব পুলিশ জামান পার্কে আমার বাড়িতে হামলা চালিয়েছে যেখানে বুশরা বেগম একা আছেন। কোন আইনের অধীনে তারা এটা করছে? এটি লন্ডন পরিকল্পনার অংশ যেখানে পলাতক নওয়াজ শরীফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
"Punjab police have led an assault on my house in Zaman Park where Bushra Begum is alone. Under what law are they doing this? This is part of London Plan where commitments were made to bring absconder Nawaz Sharif to power as quid pro quo for agreeing to one appointment," tweets… https://t.co/Lx2ry0SIRZ pic.twitter.com/8PXni9GRIl
— ANI (@ANI) March 18, 2023
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ টুইট করে বলে, "পঞ্জাব পুলিশ এখন চেয়ারম্যানের (ইমরান খান) বাড়িতে ঢোকার চেষ্টা করছে যেখানে শুধু বুশরা বিবিই আছেন। সামরিক আইনেও এই ধরনের কাজ দেখতে পাওয়া যায় না।"
"They’re now trying to enter Chairman’s (Imran Khan) house where only Bhusra Bibi is present. We don’t even see these kinds of acts in Martial laws," tweets Pakistan Tehreek-e-Insaf (PTI)
(Pics-screengrab from video tweeted by PTI) https://t.co/MleDnP5GVL pic.twitter.com/9thavuNzpI
— ANI (@ANI) March 18, 2023
Islamabad-police-breaks-into-Imran khan -residence-in-lahore, Under what law are they doing this? says Imran khan