দিল্লি, ১১ মে: ইমরান খানের (Imran Khan) গ্রেফতারির পর থেকে উত্তাল পাকিস্তান (Pakistan) । ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের লাহোরের বাসভবনে প্রবেশের চেষ্টা করেন পিটিআইয়ের কর্মী,সমর্থকরা। পিটিআইয়ের প্রায় ৫০০ কর্মী, সমর্থক শেহবাজ শরিফের লাহোরের বাড়িতে প্রবেশের চেষ্টা করেন এবং তার জেরে শুরু হয় অশান্তি। এমনকী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বাড়িতে প্রবেশ করতে না পেরে, বাসভবনের দিকে পেট্রোল বোমা ছুঁড়তে শুরু করেন পিটিআইয়ের কর্মী, সমর্থকরা। তবে পিটিআইয়ের কর্মী, সমর্থকরা যখন শেহবাজ শরিফের লাহোরের বাড়়িতে হামলা চালান, সেই সময় সেখানে শুধু নিরাপত্তারক্ষীরা হাজির ছিলেন। ফলে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ কিংবা তাঁর পরিবারের প্রত্যেকে সুরক্ষিত রয়েছেন।
Army Chief Asim Munir and Criminal Prime Minister Shehbaz Sharif is responsible for the destabilization of a Nuclear State of Pakistan .
— Bilal Khan ﷽ (@Peace4allpak) May 9, 2023
তবে ওই ঘটনার পর শেহবাজ শরিফের লাহোরের বাড়ি কড়া নিরাপত্তার মোড়কে ঘিরে ফেলা হয়।
রিপোর্টে প্রকাশ, ইমখান খানের দলের কর্মী, সমর্থকরা পাকিস্তানের ১৪টি সরকারি বাসভবনে প্রবেশ করে সেখান লুটপাট চালাতে শুরু করেন। এসবের পাশাপাশি প্রায় ২১টি পুলিশ ভ্যানে পিটিআইয়ের কর্মী, সমর্থকরা আগুন ধরিয়ে দেন বলে খবর।