গাজাতে স্থল অভিযান ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইজরায়েলের সেনাবাহিনী। এই অভিযানে হামাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে জানা যাচ্ছে। ইজরায়েলের তরফে তেমন কোন ক্ষতি না হলেও হামাসের বেশ কিছু জনকে খতম করা হয়েছে বলে মনে করছেন তারা।
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে গাজার মধ্যেই অবস্থান করছে ইজরায়েলি ট্যাঙ্ক। এর পাশাপাশি ইজরায়েলের বিমান বাহিনীর তরফে হামাসের প্রায় ১৫০ টি ছাউনিতে হামলা চালানো হয়েছে।
গাজার তীরবর্তী শহর অশকেলনে গুলি, বোমা এবং বিমান উড়ে যাওয়ার শব্দ শোনা গেছে। রাতের বেলায় হামাসের সঙ্গে ব্যপক যুদ্ধ হয়েছে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার ইজরায়েলের তরফে গাজার ভেতরে স্থল অভিযান শুরু করা হয়। যদিও গাজা থেকে প্রতিনিয়ত ইজরায়েলের দিকে লক্ষ্য করে রকেট হামলা চালাল হামাস।
তবে এর মধ্যেই এবার গাজাকেও নিজেদের নিয়ন্ত্রনে আনার কথা জানিয়েছেন ইজরায়েলের মুখপাত্র এলন লেভি। তিনি জানিয়েছেন যে, হামাসকে নির্মূল করার পাশাপাশি গাজার মধ্যে এবার নিজেদের প্রশাসনিক স্থাপনা গড়বে ইজরায়েল।
Israeli troops hit 150 underground Hamas sites in Gaza: IDF
Read @ANI Story | https://t.co/BTIPMwikbX#IsraelHamasWar #Gaza #IDF #Hamas pic.twitter.com/bDJpzdFLby
— ANI Digital (@ani_digital) October 28, 2023